শিরোনাম | সূত্র | তারিখ |
১৫৪। সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলার সিদ্ধান্ত | পূর্বদেশ | ২১ মে, ১৯৭১ |
সকল বিশ্ব বিদ্যালয় ও কলেজ খোলার সিদ্ধান্ত
ঢাকা ২০ শে মে (এপিপি)। প্রাদেশিক সরকার আগামী ২রা আগষ্ট থেকে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ এখানে প্রকাশিত এক প্রেস নোটে বলা হয়েছে।
প্রেসনোটের পূর্ন বিবরণঃ
নিন্মলিখিত সময়সূচী অনুযায়ী পলিটেকনিক ও অন্যান্য কারিগরি ইনস্টিটিউটসহ সমস্ত কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
(ক) পলিটেকনিক ও অন্যান্য ও অন্যান্য কারিগরি ইনষ্টিটিউটসহ সমস্ত সরকারী কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং ঢাকাস্থ পূর্ব পাকিস্তান ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়।
(১) শিক্ষকদের ১৯৭১ সালের ১লা জুন কাজে যোগদান করতে হবে।
(২) ১৯৭১ সালের ২রা আগষ্ট থেকে ক্লাস শুরু হবে।
(খ) বেসরকারি কলেজ সমূহ (ইন্টারমিডিয়েট ও ডিগ্রী কলেজ)।
(১) শিক্ষকদের ১৯৭১ সালের ১ লা জুলাই কাজে যোগদান করতে হবে।
(২) ১৯৭১ সালের ২রা আগস্ট থেকে ক্লাশ শুরু হবে।
নির্ধারিত তারিখ থেকে ক্লাশ শুরু করার উদ্দেশ্যে শিক্ষকরা তাদের কাজে যোগদানের তারিখ পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করবেন।
নির্ধারিত তারিখ কাজে যোগদান না করলে সংশ্লিষ্ট শিক্ষকদের তাদের চাকুরী থেকে বরখাস্ত করা যেতে পারে।