শিরোনামঃ ১৪৩। গভর্নর পদে লেঃ জেঃ টিক্কা খানের শপথ গ্রহণ
সূত্রঃ দৈনিক পাকিস্তান
তারিখঃ ১০ এপ্রিল, ১৯৭১
.
গভর্নর পদে জেনারেল টিক্কা খানের শপথ গ্রহন
.
লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এসপিকে গতকাল (শুক্রবার) গভর্নর ভবনে এক ভাবগম্ভির অনুষ্ঠানে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে শপথ গ্রহন করেছেন। শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি জনাব বি, এ সিদ্দিকী এস পিকে।
এপিপির এই খবরে বলা হয় যে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং শপথ গ্রহনের সাথে সাথেই পতাকা উত্তোলিত হয়।
শপথগ্রহন অনুষ্ঠানে ঢাকা হাইকোর্টের বিচারপতিবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যগন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক অফিসাররা উপস্থিত ছিলেন।