শিরোনামঃ সম্পাদকীয়
সংবাদপত্রঃ বাংলাদেশ ( ১ম বর্ষঃ ১ম সংখ্যা)
তারিখঃ ১৭ এপ্রিল, ১৯৭১
সম্পাদকীয়
বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের নির্মম নিষ্ঠুর আঘাত আর অত্যাচারে আজও বাংলার মানুষ নিপীড়িত,আজও বাংলার মানুষ দস্যুর সহিত রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত। বর্তমান শতাব্দীর সভ্যতার চরম বিকাশের যুগেও এই সম্পাদকীয় লিখতে হচ্ছে বাংলার লক্ষ লক্ষ মানুষের জমাট বাঁধা রক্তের উপর দাঁড়িয়ে। তাই বিশ্বের মানবতাকামী সকল রাষ্ট্র ও জনসাধারণের মানবতাবোধের কাছে আমরা আবেদন জানাই এই অত্যাচারের বিরুদ্ধে রক্ত শপথে রুখে দাঁড়াবার জন্য।
[ বাংলাদেশঃ বরিশাল হতে প্রকাশিত একটি অনিয়মিত অর্ধসাপ্তাহিক। সম্পাদনাঃ এস, এম, ইকবাল, মিন্টু বসু, হেলাল উদ্দিন। প্রকাশনায়ঃ হারেচ এ, খান, এনায়েত হোসেন, মুকুল দাস। ]