You dont have javascript enabled! Please enable it! 1971.09.01 | দুই সপ্তাহের মধ্যে মুজিবের বিচার সম্পন্ন হবেঃ নিউ ইয়র্কে রাষ্ট্রদূত আগাশাহীর বিবৃতি | ডেইলি নিউজ - সংগ্রামের নোটবুক

শিরোনামঃ দুই সপ্তাহের মধ্যে মুজিবের বিচার সম্পন্ন হবেঃ নিউ ইয়র্কে রাষ্ট্রদূত আগাশাহীর বিবৃতি
সূত্রঃ ডেইলি নিউজ
তারিখঃ ১ সেপ্টেম্বর, ১৯৭১

আগামী দুই সপ্তাহের মাঝে মুজিবের বিচার সম্পন্ন হবে :
নিউ ইয়র্কে পাকিস্তানের রাষ্ট্রদূত আগা শাহি এর বিবৃতি
আগস্ট ৩১, ১৯৭১
.
পাকিস্তানের রাষ্ট্রদূত আগা শাহী গতকাল ( আগস্ট ৩১ ) দেশের আস্থার উন্নয়নের জন্য পাকিস্তান সরকারের নতুন পদক্ষেপগুলোর ব্যাপারে মহাসচিব উ থান্ট কে অবহিত করেন।
এর পর তিনি নিউওয়ার্কে সংবাদদাতাদের বলেন, ‘আপনারা জানেন যে পাকিস্তানের রাষ্ট্রপতি নানা ধরণের পদক্ষেপ নিয়েছেন দেশের আস্থা অর্জনের জন্য এবং এই ক্ষেত্রে আরও বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করা হচ্ছে।’
তিনি বলেন যে এই পদক্ষেপগুলো “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে” বাস্তবায়ন করা হবে।
পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের বিচারের ব্যাপারে প্রশ্নের জবাবে তিনি বলেন যে ১১ই আগস্ট তার বিচার শুরু হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মাঝে তা শেষ হয়ে যাবে।
তিনি বলেন যে, শেখ মুজিবকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া এবং বিদ্রোহ ও সহিংসতা উস্কে দেয়ার দায়ে দোষী করা হয়েছে।
শেখ মুজিবের বিচার কোথায় হচ্ছে এই ব্যাপারে রাষ্ট্রদূত মন্তব্য করতে অস্বীকৃতি জানান, অবশ্য তিনি জানিয়েছেন যে শেখ মুজিবের পছন্দ অনুযায়ী জনাব এ কে ব্রহী, যিনি পাকিস্তানের একজন সেরা সাংবিধানিক আইনজীবী, তিনি শেখ মুজিবের পক্ষে এ মামলায় অংশ নিচ্ছেন।
(ডেইলি নিউজ, করাচী – সেপ্টেম্বর ১, ১৯৭১)