You dont have javascript enabled! Please enable it! 1971.09.30 | ম্যানচেস্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়ে বাঙ্গলাদেশ গণ-সাংস্কৃতিক সংসদের প্রতি চিঠি | বাংলাদেশ এসোসিয়েশন ল্যাংকাশায়ারের দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্রঃ তারিখ
ম্যানচেস্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়ে বাঙ্গলাদেশ গণ-সাংস্কৃতিক সংসদের প্রতি চিঠি বাংলাদেশ এসোসিয়েশন ল্যাংকাশায়ারের দলিলপত্র ৩০ সেপ্টেম্বর, ১৯৭১

এ. মতিন
চেয়ারম্যান,
লাতিফ আহমেদ
সাধারণ সম্পাদক
৩৩৬, স্টোকপোর্ট রোড,
ম্যাঞ্চেস্টার ১৩.
ফোন :০৬১ -২৭৩ ৩৪২২
তারিখ : ৩০ সেপ্টেম্বর, ১৯৭১

মিসেস, এম. রাহমান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণ -সংস্কৃতি সংসদ
৫৯ সেমুর হাউস
লন্ডন ডাব্লিউ. সি. আই

জনাবা,
আমাদের নির্বাহী কমিটির মত অনুসারে আমি অত্যন্ত আনন্দিত আপনার সংস্থাকে ১৬ অক্টোবর, ৭১ তারিখে ফ্রি ট্রেড, ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার আমন্ত্রণ জানাতে পেরে।

অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল খরচ আমরা বহন করব। এবং টিকিট বিক্রিতে অর্জিত অর্থের অর্ধেক বাংলাদেশ গণ-সাংস্কৃতিক সংসদের তহবিলে জমা দিতে হবে।

আমরা আশা করব, আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করবেন এবং আমরা কৃতজ্ঞ হব যদি আপনি আমাদের অতি শীঘ্রই নিশ্চিত করেন।

বিনীত
জহিরুল এইচ. চৌধুরী
সাধারণ সম্পাদকের পক্ষে

অনুরুপ নকল :
বাংলাদেশ গণ -সাংস্কৃতিক সংসদের প্রেসিডেন্ট