You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | ট্রাফালগা স্কোয়ারে প্রদত্ত ১লা আগস্টের ভাষণ সম্বলিত পুস্তিকা প্রকাশের ব্যাপারে আবু সাইদ চৌধূরীকে লিখিত চিঠি | বাংলাদেশ গণ সংস্কৃতি সংসদের দলিল পত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
ট্রাফালগা স্কোয়ারে প্রদত্ত ১লা আগস্টের ভাষণ সম্বলিত পুস্তিকা প্রকাশের ব্যাপারে আবু সাইদ চৌধূরীকে লিখিত চিঠি বাংলাদেশ গণ সংস্কৃতি সংসদের দলিল পত্র ৪ আগস্ট, ১৯৭১

বাংলাদেশ গণ সংস্কৃতি সংসদ
৫৯, সায়েমৌর হাউজ
টেভিস্টক প্লেস
লন্ডন ডব্লিউসিটি
ফোন ৮৩৭-৪৫৪২
৪ আগস্ট, ১৯৭১
বিচারপতি এ.এস. চৌধুরী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ দূত
১১, গোরিং স্ট্রীট, লন্ডন, বিসি ৩।

শ্রদ্ধেয় স্যার,

আপনার সাথে আমার আলোচনার প্রেক্ষিতে ট্রাফালগা স্কোয়ারে ১লা আগস্ট দেয়া আপনার ভাষণ মুদ্রণ ও প্রচার করার জন্যে আপনার অফিসকে নির্দেশ দিতে আমি অনুরোধ করব। আমি অনুভব করছি যে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মতামত ছড়িয়ে দিতে খুবই কার্যকর উপায়ে সাহায্য করবে কারণ এতে আছে পরিস্থিতির সবচেয়ে সাম্প্রতিক বিশ্লেষণ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যের ব্যাখ্যা। সম্ভবত ভাষণটি সংগ্রাম বাংলাদেশের পল কনেটের কাছে থাকতে পারে(তার টেপ রেকর্ডারে)।

আপনাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

বিনম্র শ্রদ্ধার সাথে।

বিনীত
এনামুল হক
সভাপতি
বাংলাদেশ গণ সংস্কৃতি সংসদ