You dont have javascript enabled! Please enable it! 1957.02.03 | কাগমারী সম্মেলন সংক্রান্ত মাওলানা ভাসানী - সংগ্রামের নোটবুক

কাগমারী সম্মেলন সংক্রান্ত মাওলানা ভাসানী
৩রা ফেব্রুয়ারী ১৯৫৭

প্রচারপত্র কাগমারীর ডাক

  • সারে চার কোটি বাঙ্গালীর বাঁচার দাবী আঞ্চলিক স্বায়ত্তশাসন আদায়ের ডাক।
  • ঐতিহাসিক মহান ২১-দফা আদায়ের ডাক।
  • চাষী, মজুর, কামার, কুমার, ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও শিল্পী সকল শ্রেনীর মিলনের ডাক।
  • সাম্রাজ্যবাদীর কবল হইতে এশিয়া আফ্রিকার মুক্তির ডাক।
  • পূবর্ব বাংলার ৬০ হাজার গ্রামে আওয়ামী লীগকে সংগঠনের ডাক।
  • “২১-দফার পূর্ণ রূপায়ণের জন্য আমাদের নিরবচ্ছিন্ন আন্দোলন চালাইয়া যাইতে হইবে। ইহা সারা পাকিস্থানের সামাজিক ও আর্থিক পরাধীনতার হাত হইতে মুক্তির মহান সনদ, ইহা যেন আমরা কখনও বিস্মৃত না হই।” –মওলানা আবদুল হামিদ খান ভাসানী