You dont have javascript enabled! Please enable it! 1971.04.25 | ব্রাডফোর্ডের বাংলাদেশ সংগ্রাম পরিষদের ২৫শে এপ্রিল অনুষ্ঠিত সভার প্রস্তাবাবলী | অ্যাকশন কমিটির প্রচারপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
ব্রাডফোর্ডের বাংলাদেশ সংগ্রাম পরিষদের ২৫শে এপ্রিল অনুষ্ঠিত সভার প্রস্তাবাবলী অ্যাকশন কমিটির প্রচারপত্র ২৫ এপ্রিল, ১৯৭১

বাংলাদেশ সংগ্রাম পরিষদ (ব্রাডফোর্ড)
৯ কর্নওয়াল টেরাস
ব্রাডফোর্ড বিডি৮ ৭জেটি
২৫ শে এপ্রিল, ১৯৭১
অদ্য রবিবার ২৫ শে এপ্রিল স্থানীয় টেক্সটাইল হলে বিকাল তিন ঘটিকার সময় ব্রাডফোর্ড বাংলাদেশ সংগ্রাম পরিষদের এক কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সুষ্ঠুভাবে সংগ্রাম পরিষদের কার্যাবলী পরিচালনা করতে না পারায় ও নানারুপ মতানৈক্যের সৃষ্টি হওয়ায় উপস্থিত কাউন্সিল সদস্যগণ সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত ব্যক্তিগণের হতে পরিষদের দায়িত্বভার অর্পণ করেন এবং নতুন কমিটি না হওয়া পর্যন্ত তারা পরিষদের সকল কাজ চালিয়ে যাবে। আজ থেকে পুরাতন এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যকে তাদের সকল প্রকার দায়িত্বভার থেকে মুক্তি দেয়া হলো।
উক্ত কমিটি এই সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত নেয়া হয়ঃ
১। আজ পর্যন্ত পরিষদের নামে যে সমস্ত চাঁদা নেয়া হয়েছে তা ফিরিয়ে দেয়া হবে।
২। ইয়র্কশায়ার ও অন্যান্য সংস্থাতে যারা পরিষদের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন তাদের আর প্রতিনিধিত্বের ক্ষমতা থাকবে না।
৩। এক্সিকিউটিভ কমিটির পুরনো সদস্যরা নতুন এক্সিকিউটিভ কমিটিতে অবশ্যই সদস্য হতে পারবেন না।
৪। ইয়র্কশায়ার সহ অন্যান্য সংস্থাতে প্রতিনিধিত্ব করার জন্য নতুন এক্সিকিউটিভ কমিটি নতুন প্রতিনিধি নিযুক্ত করবে ও সকল সংস্থাকে লিখিত ভাবে জানিয়ে দিবে।
৫। নতুন এক্সিকিউটিভ গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম পরিষদের কোন কাজ নিম্নলিখিত ব্যাক্তিগণের লিখিত পত্র ব্যতিরেকে হতে পারবে না।
৬। আগামী রবিবার পরিষদের নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হবে। স্থান ও সময় পরে জানানো হবে।
কাউন্সিলের পক্ষ থেকে নির্বাচিত সদস্যবৃন্দ (স্বাক্ষর):
১। এম, খান
২। নূরুল ইসলাম চৌধুরী
৩। হাজী আসাব আলী
৪। এস, আবেদীন
৫। এন, উল্লাহ
৬। আবদুস সোবহান
৭। মোঃ আজিজুর রহমান
৮। সায়িফউদ্দিন আহমদ
৯। নূরউদ্দিন
১০। আলতাব আলী
১১। সুনফর আলী
১২। সোহরাব আ
১৩। আনাম খান
১৪। বসির উদ্দিন
১৫। মজলিস আলী
(সিলমোহর)
বাংলাদেশ সংগ্রাম পরিষদ (ব্রাডফোর্ড)
৯, কর্নওয়াল টেরাস
ব্রাডফোর্ড বিডি৮ ৭জেটি