তারিখ | সুত্র | শিরোনাম |
৬ই জুন, ১৯৫৫ | পাকিস্তান অবজারভার | ৯২-ক ধারা প্রত্যাহার ও যুক্তফ্রন্ট মন্ত্রিসভার পুনর্বহাল |
যুক্তফ্রন্ট মন্ত্রীসভা শপথ গ্রহণ করবে আজ।গভর্নর জেনারেলের ৯২-ক ধারা প্রত্যাহার অনুমোদন
গতকাল(রবিবার) এখানে গৃহীত একটি করাচী সংবাদ অনুযায়ী গভর্নর জেনারেল একটি ঘোষণা দ্বারা পূর্ব পাকিস্তান হতে ৯২-ক ধারার শাসনব্যবস্থা প্রত্যাহার অনুমোদন করেন।
এ. কে. ফজলুল হকের মনোনীত ব্যক্তি কর্তৃক পরিচালিত একটি নতুন মন্ত্রীসভা আজ ১১.৩০ এ শপথ গ্রহণ করবেন।
যেহেতু মে ৩০, ১৯৫৪ তারিখে গভর্নর জেনারেল একটি ঘোষণা দ্বারা ততকালীন মন্ত্রণালয় বাতিল করেন, তাই এটা প্রতীয়মান হয় যে আজ নতুন মন্ত্রীপরিষদ শপথ গ্রহনের আগে এখনো দপ্তর অধিকৃত পুরাতন মন্ত্রীপরিষদ এবং মুখ্যমন্ত্রীর পদ থেক জনাব হক পদত্যাগ করবেন।