You dont have javascript enabled! Please enable it! 1954.05.31 | পূর্ব পাকিস্তান কর্তৃক ৯২-ক ধারা প্রবর্তন | অবজারভার  পাকিস্তান - সংগ্রামের নোটবুক
তারিখ সুত্র শিরোনাম
৩১শে মে, ১৯৫৪       অবজারভার  পাকিস্তান পূর্ব পাকিস্তান কর্তৃক ৯২-ক ধারা প্রবর্তন

 

সেকশন ৯২-ক পূর্ব পাকিস্তানে ঘোষণাঃ নতুন গভর্নর হিসেবে মেজর জেনারেল ইস্কান্দার মির্জার শপথ গ্রহণঃ ” গুরুতর জরুরি অবস্থা বিদ্যমান “করাচি, ৩০শে মেঃ পাকিস্তানের গভর্নর জেনারেল পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন জারি করেছেন। মে ২৯, ১৯৫৪ তারিখে মহামান্য গভর্নর জেনারেল এরূপ ঘোষণা দেন যা বিশেষ ঘোষণাপত্র হিসেবে ৩০ মে, ১৯৫৪ তারিখে পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হয়। “পূর্ব পাকিস্তানে মারাত্মক জরুরি পরিস্থিতি বিরাজ করা এবং পুর্ব বাঙলার নিরাপত্তা হুমকির মুখে পড়ার কারণে সেখানে এমন এক পরিস্থিতির উদ্ভব হয়েছে যেখানে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় পূর্ব পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না মর্মে গভর্নর জেনারেল অনুধাবন করেন। “
” এমতাবস্থায় ৯২-এ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে গভর্নর জেনারেল পূর্ব বাঙলার গভর্নরকে তার পক্ষে প্রাদেশিক আইনসভা কর্তৃক প্রযোজ্য সকল ক্ষমতা প্রয়োগ করতে নির্দেশ দেন।”
ঐ ঘোষণায় আইনের সুনির্দিষ্ট কয়েকটি ধারা রহিত করা হয়।
আজ সকাল ৬:০০ টায় মেজর জেনারেল ইস্কান্দার মির্জা পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে শপথ নেন।
শপথ গ্রহনের অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা হাই কোর্টের প্রধান বিচারপতি স্যার জে এইচ এলিস।