You dont have javascript enabled! Please enable it! 1971.07.06 | বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদের পক্ষে জহির রায়হানের একটি আবেদন | বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
২১৭। বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদের পক্ষে জহির রায়হানের একটি আবেদন বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ ৬ জুলাই,১৯৭১

বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ
জুলাই ৬,১৯৭১

সুধী,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাময়িক কালের জন্য যে সকল বাংলাদেশী শিক্ষক, লেখক, চিত্রশিল্পী ও সাংবাদিক গোষ্ঠী ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের উদ্যোগে ইতোমধ্যেই ‘বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। উপরে সংযুক্ত আপিলে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য সমূহ বিশদভাবে বর্ণিত আছে। নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করলে আমাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
সংস্থার বর্তমান অর্থসঙ্কট কাটাতে বিশ্বের অন্যান্য ভ্রাতৃবৎ অঙ্গসংগঠন ও সহানুভূতিশীল ব্যাক্তি বর্গের আর্থিক অনুদান বা যে কোন প্রকারের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন। এমতাবস্থায় আমাদের সকল প্রচেষ্টায় ,স্ব -অবস্থান থেকে আপনার সর্বোপরি ও যথাসম্ভব সহযোগিতা কামনা করছি।

যে কোন আর্থিক অনুদান পাঠাতে যোগাযোগ করুনঃ
ডঃ এ. আর. মল্লিক
প্রেসিডেন্ট,
বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ
১৭, সুন্দরী মোহন এভিনিউ
কলকাতা-১৪, ভারত
ইতি,
আপনার একান্ত অনুগত,
জহির রায়হান,
মহাসচিব