শিরোনাম | সুত্র | তারিখ |
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাকিস্তান সরকার কর্তৃক সাহায্য সামগ্রীর অপব্যবহার সম্পর্কিত টেলিগ্রাম | পররাষ্ট্র মন্ত্রণালয় | ——— ১৯৭১ |
তাকিয়ো ফুকুদা
পররাষ্ট্র মন্ত্রী, জাপান
বাঙালীদের জন্য আসা ত্রাণ সমাগ্রীর সরঞ্জাম পাকিস্তানী সেনাবাহিনী বাঙালীদের নিপীড়ন এবং দমনের জন্য ব্যবহার করেছে। নভেম্বরের ঘূর্ণিঝড়ের পর পাঠানো জাপানী টয়োটা জীপ পাকিস্তানি সেনাকর্মকর্তা অবাধে ব্যবহার করে। বাংলাদেশী বাহিনী সম্প্রতি খুলনায় একটি গানবোট জব্দ করে যা একটি নরওয়েজিয়ান ত্রাণ জাহাজ এবং পাকিস্তান এটিকে গানবোটে রূপান্তর করে। একইভাবে বিদেশী দেশগুলো দেওয়া ঘূর্ণিঝড়ের ত্রাণ সামগ্রী যেমন উপকূলীয় জাহাজ, হেলিকপ্টার, অর্থ ইত্যাদি ২৫শে মার্চ থেকে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে হত্যা এবং ধ্বংস করতে ব্যবহার করে আসছে। ফাও সরবরাহকৃত জাহাজ এবং যানবাহন সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় ফাও ইউ এন মহাসচিবের কাছে পাকিস্তানকে অভিযুক্ত করে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি পাঠিয়েছেন। ডেনমার্ক সরকার এবং কিছু মার্কিন সংস্থা ও পাকিস্তানকে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। সম্প্রতি দুর্ভিক্ষ ত্রাণের ২০০ জাপানি ট্রাক বাংলাদেশে পৌঁছেছে। চট্টগ্রামে আগমনের পর এই ট্রাক গুলো তাৎক্ষনাৎ সেনা কমান্ডারদের তত্ত্ববাধানে পাকিস্তান সেনাবহিনীর হেফাজতে নেওয়া হয়। এই প্রেক্ষাপটে জাপানে পাকিস্তানকে পাঁচটি উপকূলীয় টহলদারী জাহাজ কেনার অনুমতি দেওয়ায় জাপান সরকারের সিদ্ধান্তে আমরা খুবই উদ্বিগ্ন। নিঃসন্দেহে এই জাহাজ গুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবহিনীর গণহত্যা চালাতে ব্যবহৃত হবে।এই ধরনের বিক্রয় পুনর্বিবেচনা এবং প্রতিহত করার জন্য আপনাকে অনুরোধ করছি।
বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা সহ
পররাষ্ট্র মন্ত্রী
বাংলাদেশ