শিরোনাম | সুত্র | তারিখ |
দক্ষিন-পশ্চিম জোন-২-এর কাউন্সিলের সভার প্রস্তাবাবলীর অংশ | বাংলাদেশ সরকার, দক্ষিন-পশ্চিম জোন-২ এবং সাধারন প্রশাসন বিভাগ | ২৭ অক্টোবর, ১৯৭১ |
রেজলিউশন নং ১১ এবং ১৯
১১. ঠিক করা হলো যে, বাংলাদেশের সামগ্রিক মুক্তি সংগ্রাম তত্ত্বাবধানের জন্য একটি যুদ্ধ কাউন্সিল গঠন করা হবে এবং প্রতিটি জোনে একটি জোনাল, প্রতিরক্ষা উপ কমিটি গঠন করা হবে।
১৯. স্থির করা হয় যে, বাংলাদেশের এখনো স্বাধীন না হওয়া অঞ্চল গুলোতে কোন মুক্তি বাহিনীকে অপারেশনে পাঠানোর আগে এমএনএ, এমপিএ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতার সাথে পরামর্শ করা হবে।
………………………..
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাধারন প্রশাসনিক দপ্তর
মেমো নং ১৭৫৭ তারিখঃ ২৭.১০.৭১
বরাবর
সচিব,
প্রতিরক্ষা মন্ত্রনালয়,
বাংলাদেশ সরকার.
নিম্ন সাক্ষরিত সংযুক্তিটি আপনার জ্ঞ্যতার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ২৬.৯.৭১ তারিখে অনুষ্ঠীত দক্ষিন-পশ্চিম অঞ্চল-২ এর জোনাল কাউন্সিলের মিটিং এ গৃহীত রেজলিউশন ১১ এবং ১৯ এর কপি সহ প্রেরনের উদ্দেশ্য হস্তান্তর করা হলো ।
(ওয়ালীউল ইসলাম)
সহকারী সচিব (সি.এস.)
সাধারণ প্রশাসন বিভাগ
সংযুক্তিঃ উপরের অনুরুপ