You dont have javascript enabled! Please enable it! 1971 | উত্তর পূর্ব জোন এমএনএ ও এমপিএ -দের তালিকা: তাদের এলাকা ও ভারতস্থ ডাক ঠিকানা | বাংলাদেশ সরকার, উত্তর জোন - সংগ্রামের নোটবুক

শিরোনাম

সূত্র তারিখ
উত্তর পূর্ব জোন এমএনএ ও এমপিএ -দের তালিকা: তাদের এলাকা ও ভারতস্থ ডাক ঠিকানা। বাংলাদেশ সরকার, উত্তর জোন …………, ১৯৭১

এমএনএ/এমপিএ দের এলাকা এবং ভারতস্থ ডাক ঠিকানার তালিকা

ক্রমিক নং/এমএনএ ও এমপিএদের নাম এলাকা পিএস ভারতস্থ ডাক ঠিকানা
১.জনাব আবদুর হোসেন,এমপিএ ১) ফুলবাড়ি পিএস,

২) লালমনিরহাট পিএস,

৩)পারি;কালিগঞ্জ পিএস

  (দূর্গাপুর ইউসি)

প্রযত্নে-জনাব আজিজুর রাহমান প্রধান,গ্রাম:ওকরাবাড়ি,ডাক বক্স:বালাকান্দি,জেলা:কুচবিহার।
২.জনাব মোজাহার হোসেন চৌধুরী,এমএনএ ১) ভুরুঙ্গামারী পিএস,

২) নাগেশ্বরী পিএস,

৩) ফুলবাড়ি পিএস

প্রযত্নে-জনাব জাফর আলামুল হক,ডাকবক্স-শাহাবগঞ্জ,জেলা-কুচবিহার।
 ৩. জনাব লুৎফর রহমান,এমএনএ

 

১) গাইবান্ধা পিএস,

২) সাঘাটা পিএস,

৩) ফুলছড়ি পিএস

বাংলাদেশ অফিস, ধুবড়ি,আসাম।
 ৪.জনাব শাহ আবদুল হামিদ,এমএনএ ১) গোবিন্দগঞ্জ পিএস,

২) পলাশবাড়ি পিএস

বাংলাদেশ কার্যালয়।
 ৫.জনাব শাহ আবদুর রাজ্জাক,এমপিএ ১) কাউনিয়া পিএস,

২) পীরগাছা পিএস

ডাক বক্স-গোলাকগঞ্জ,গোয়ালপাড়া,জেলা-কুচবিহার।
 ৬.জনাব শামসুল চৌধুরী,এমপিএ ১) ভুরুঙ্গামারী পিএস,

২) নাগেশ্বরী পিএস   (অংশবিশেষ)

প্রযত্নে-ডা:কালিপদ দাস,ডাকবক্স-সিতাই,জেলা-কুচবিহার
  ৭.জনাব মো: আবদুল আউয়াল,এমএনএ ১) কাউনিয়া পিএস,

২) গঙ্গাছড়া পিএস,

৩) পীরগাছা পিএস

গ্রাম ও ডাক:সাহেবগঞ্জ,জেলা:কুচবিহার।
  ৮.জনাব আবদুল হাকিম,এমপিএ ১) সমগ্র কুড়িগ্রাম পিএস,

২) নাগেশ্বরী পিএস ও ফুলবাড়ি পিএস (আংশিক)

গ্রাম: ফতেহ মাহমুদ,ডাক বক্স:ঐ,ভায়া-হলদিবাড়ি,জেলা-কুচবিহার।
 ৯.জনাব আফসার আলি আহমেদ,এমএনএ নীলফামারী, সৈয়দপুর, এবং

কিশোরীগঞ্জ

ভায়া হলদিবাড়ি,জেলা-কুচবিহার।
১০.জনাব আযহারুল ইসলাম,এমপিএ জলঢাকা কাম কিশোরীগঞ্জ পিএস, P.E-3

রংপুর-III

ক্যাম্প ইনচার্জ,ডাক বক্স:হলদিবাড়ি,জেলা:কুচবিহার
১১.জনাব ওয়ালিউর রহমান, এমপিএ ১) গাইবান্ধা পিএস বাংলাদেশ কার্যালয়,কুচবিহার।
১২.জনাব মফিজুর রহমান,এমপিএ ১)সাঘাটা পিএস,

২) পলাশবাড়ি পিএস,

৩) ফুলছড়ি পিএস

মাইঙ্কারছড়া,গোয়ালপাড়া
১৩. জনাব সিদ্দিকুর হোসাইন MPA ১.কোতোয়াল P. S

রংপুর

২. গঙ্গাছাড়া P. S

পোস্ট অফিস – মাকলিগঞ্জ

জেলা – চকবিহার

১৪. জনাব মতিউর রহমান MNA ১. পীরগঞ্জP. S

২. মিঠাপুকুরP. S

চকবিহার

বর্তমানে লোয়ার সার্কুলার রোড

কোলকাতা

১৫. জনাব রিয়াজউদ্দিন আহমেদ MNA ১. কুড়িগ্রামP. S

২. লালমনিরহাট

প্রযত্নে

জসিম উদ্দিন আহমেদ

 ডি. কে. রোড

পোস্ট অফিস –  ডুবরী

গোয়ালপাড়া

১৬. জনাব সাদাকত হোসাইন MNA ১. রৌমারি

২. চিলমারি

৩. উলিপুর

মানকারচর, গোয়ালপাড়া

আসাম

১৭. জনাব আব্দুর রউফ MNA ১.ডিমলাP.S

২. ডুমারP. S

৩.জলঢাকাP.S

নেতাজি পাড়া

পোস্ট অফিস –  ও জেলা- জলপাইগুড়ি

১৮. জনাব আব্দুর রহমান চৌধুরী MPA ১. ডিমলাP. S

২. ডুমারP. S

পোস্ট অফিস দেওয়ানগঞ্জ

জেলা চকবকার

১৯. জনাব মো:আমিনMPA ১. জলঢাকা P. S প্রধাননগর

পোস্ট অফিস-শিলিগুড়ী

জেলা –  দার্জিলিং

২০.জনাব করিম উদ্দিন মিয়া MNA ১. কালিগঞ্জ পোস্ট অফিস –  সিতাই

চকবকর

২১. জনাব আবেদ আলী MPA ১. হাতিবান্দা

২. পাটগ্রাম

পোস্ট অফিস –  চেংরাবান্দা

জেলা – চকবিহার