শিরোনাম | সূত্র | তারিখ |
ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস্ সংশ্লিষ্ট দলিলাদি প্রেরণ সম্পর্কে নর্থ জোন প্রশাসক কর্তৃক কেবিনেট সচিবের কাছে লিখিত চিঠি। | বাংলাদেশ সরকার উত্তর জোন | ২৫ নভেম্বর,১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক প্রশাসক,
নর্থ জোন,কুচবিহার
মেমো নং:১২৪৮ তারিখ:২৫/১১/১৯৭১
প্রেরকঃ এফ আহমেদ,
আঞ্চলিক প্রশাসক,
নর্থ জোন,কুচবিহার।
প্রাপকঃ জনাব এইচ টি ইমাম,
মন্ত্রিপরিষদ সচিব,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
৮,থিয়েটার রোড,কোলকাতা-১৭।
বিষয়: ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস্ সংশ্লিষ্ট দলিলাদি (রেকর্ডকৃত সাক্ষ্য ও অন্যান্য বিষয়াদি) প্রেরণ প্রসঙ্গে।
রেফারেন্স–অফিস মেমো নং-৭৭৮ তাং -১৩/১০/৭১;৭৭৯ তাং-১৩/১০/৭১;৮২১ তাং-১৯/১০/৭১;৮৬১ তাং-২২/১০/৭১;৮৯৬ তাং-২৫/১০/৭১;১০১৬ তাং- ৩/১১/৭১।
জনাব অখিলেশ্বর বর্মন,এ্যাডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত প্রতিটি পাঁচ কপি করে তিন সেট দলিল (সাক্ষ্য ও অন্যান্য) ৬৮তম থেকে ৭০তম কিস্তিতে পূর্বের দলিলাদির ধারাবাহিকতায় আপনার নিকট পাঠানো হলো।
সংযুক্তি: প্রতিটি পাঁচ কপি করে তিন সেট দলিল।
Sd/-
আঞ্চলিক প্রশাসক,
নর্থ জোন, কুচবিহার।
……………………………….