You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | কেন্দ্রীয় সরকারের কাছে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে জোনের স্বাস্থ্য কর্মকর্তার তারবার্তা | দক্ষিণ পূর্ব জোন ১ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কেন্দ্রীয় সরকারের কাছে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে জোনের স্বাস্থ্য কর্মকর্তার তারবার্তা দক্ষিণ পূর্ব জোন ১ ৯ ডিসেম্বর, ১৯৭১

 

ড. টি. হোসেন
৮- থিয়েটার রোড,
ক্যালকাটা- ১৬

স্বাধীন এলাকার সাধারন মানুষ ও মুক্তি ফৌজ দের জরুরী ভিত্তিতে ডাক্তার ওষূধ ও চিকিৎসা সেবা প্রয়োজন। ফেনীর ছাগলনাইয়ার ‘MORERSJARO’ থানায় যে হাসপাতাল টি আছে তা শ্ত্রুদের আক্রমনে বিদ্ধস্ত হয়ে গেছে । দয়া করে জরুরী ভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান। এই পদক্ষেপ নিতে দেরি করলে জনগন আমাদের সরকারের উপর আস্থা হারাবে।

জোনাল স্বাস্থ্য কর্মকর্তা
দক্ষিণ – পূর্ব জোন

________________________________________________
টেলিগ্রাফের জন্য নয়।
মেমো নং SEZ-I/HS/14/237 তাং- ৯/২১/৭১
নিশ্চিতকরণ অনুলিপি

জোনাল স্বাস্থ্য কর্মকর্তা
দক্ষিণ – পূর্ব জোন