You dont have javascript enabled! Please enable it! 1971.11.13 | যুব শিবির উপদেষ্টা কমিটির সিদ্ধান্তসমূহ | দক্ষিণ-পূর্ব জোন-১ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
যুব শিবির উপদেষ্টা কমিটির সিদ্ধান্তসমূহ দক্ষিণ-পূর্ব জোন-১ ১৩ নভেম্বর, ১৯৭১

 

জনাব এম এ ওয়াহাব, এমপি এর সভাপতিত্বে সাতচান্দ-এ দক্ষিণ পূর্ব জোন-১ এর যুব শিবির উপদেষ্টা কমিটির আলোচনা সভা অনুস্থিত হয় ১৭-১০-৭১ তারিখের বেলা ১৫:০০ তে।

উপস্থিত সদস্যবৃন্দঃ
১। জনাব এম এ ওয়াহাব, এমপিএ, চেয়ারম্যান
২। তালেব আলী, এমপিএ, সদস্য
৩। ডাঃ ফিরোজ রহমান, এমপিএম, সদস্য
৪। জনাব এস এম সামাদ, জোনাল তত্ত্বাবধায়ক অফিসার, সদস্য

নিম্ন উল্লেখিত সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ঃ

১। অভ্যর্থনা শিবির এখন দেমাগিরিতে সেখানকার সাম্প্রতিক আক্রান্ত অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে।
২। ডাঃ এম এ মান্নান এমপিএ উক্ত সাব-কমিটির নিয়োজিত অতিরিক্ত সদস্য।
৩। যুব অভ্যর্থনা শিবিরের আরও ভাল তত্ত্বাবধানের জন্য, দক্ষিণ-পূর্ব জোন-১ এর সকল শিবির প্রধানকে বোর্ড অব কন্ট্রোলের দিক-নির্দেশনা মোতাবেক জরুরী ভিত্তিতে তাঁদের স্ব স্ব শিবির পুনঃগঠন করার অনুরোধ করা হয়। এবং অতি দ্রুত এ ব্যপারে তাদের প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়।
৪। রেশনের মত সকল সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য, দক্ষিণ-পূর্ব জোন-১ এর আওতাধীন দুর্দশাগ্রস্ত যুব শিবিরসমুহের তালিকা স্থানীয় কর্তৃপক্ষের নিকট প্রেরণের অনুরোধ করা হয়।
৫। পূর্ববর্তী প্রদত্ত অর্থের শতভাগ হিসাব না পাওয়া পর্যন্ত নতুন করে দ্বিতীয় দফায় অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয়া হবে না।

সভার প্রধানকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা শেষ হয়।

আব্দুল ওয়াহাব এমপিএ
চেয়ারম্যান
তারিখ ১৩-১১-১৯৭১

স্মারক নম্বরঃ এসইজেড-আই/১১৫(৬)
প্রয়োজনীয় প্রদক্ষেপ ও তথ্যের জন্য অনুলিপি পাঠানো হয়ঃ
জনাব এস এ সামাদ, আঞ্চলিক তত্ত্বাবধায়ক কার্যনির্বাহী, এসইজেড-আই

সচিব,
যুব শিবির দল উপদেষ্টা কমিটি।