শিরোনাম | সূত্র | তারিখ |
যুব শিবিরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চীফ অব স্টাফ কর্তৃক লিখিত চিঠি | বাংলাদেশ সরকার দক্ষিণ পূর্ব জোন – ১ | ২৮ অক্টোবর, ১৯৭১ |
গোপনীয়
ইকেলন এইচ কিউ বাংলাদেশ ফোর্স
নং ৩০০৯/বিডিএফ/…………
২৮ অক্টোবর, ১৯৭১।
প্রতি : চেয়ারম্যান, জোনাল কাউন্সিল, দক্ষিণ পূর্ব জোন ১।
” ” দক্ষিণ পূর্ব জোন ২।
বিষয় : নিরাপত্তা।
১. কয়েকজন পাকিস্তানি আইডি কার্ডধারী বালককে গণবাহিনীর ইয়ুথ ক্যাম্প এ ভর্তি করা হয়েছে। তারা কোন ক্ষতি করবে না, এই ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধরণের বালককে ভর্তি করা ইয়ুথ ক্যাম্পের জন্য নিরাপদ নয়।
২. সুতরাং, সকল ইয়ুথ ক্যাম্প এ তল্লাশী চালান পূর্বক সকল পাকিস্তানি আইডি কার্ড সংগ্রহ ও নষ্ট করে ফেলা হোক। এছাড়াও যেসকল বালকের কাছে আইডি কার্ড পাওয়া যাবে তাদের মধ্যে যারা সম্পূর্ণ সন্দেহ মূক্ত হবে কেবল তাদের ভর্তি করার জন্য অনুরোধ জানানো হল।
স্বাক্ষর
চিফ অফ স্টাফ
গোপনীয়