শিরোনাম | সূত্র | তারিখ |
যুব শিবিরে নবাগতদের ভর্তির ব্যাপারে শিবির পরিচালকদের কয়েকটি জরুরী নির্দেশ | বাংলাদেশ সরকার, মুক্তি সংগ্রাম পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন | ৪ নভেম্বর, ১৯৭১ |
গোপনীয়
খুব গুরুত্বপূর্ণ
স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক আকাংখিত নিম্নলিখিত পদক্ষেপগুলো অতিদ্রুত বাস্তবায়ন করবে আশা করছি:-
১. নবীন বরন ক্যাম্পের সকল বাসিন্দা(কর্মচারী ও যুব) সকলে বহিঃগমন কার্ডের জন্য যথাযথভাবে নিবন্ধন করাবে। (ক্যাম্প প্রধানদের দ্বায়িত্ব কাছের থানার মাধ্যমে এ কাজ সম্পূর্ণ করা, যাদের প্রতিদিন বা প্রয়োজন অনুসারে ভাতা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে)
২. নবীন (প্রশিক্ষণ) ক্যাম্পে অন্তর্ভুক্তকরন এই কার্ডের সাথে সম্পৃক্ত, যেটা কিনা পরবর্তীতে স্থানীয় কতৃপক্ষের কাছে জমা থাকবে। (নবীন(প্রশিক্ষণ) ক্যাম্পে যাতে কার্ডধারি বাদে অন্য কেউ অন্তর্ভুক্ত না হতে পারে সেটা ক্যাম্প প্রধানদের দ্বায়িত্ব। উপযুক্ত অন্তর্ভুক্তি ফর্ম নির্দেশানুসারে তৈরি হবে)
৩. কোন সন্দেহভাজন ব্যাক্তি তাদের ক্যাম্পে প্রবেশ করলে ক্যাম্প প্রধান তা স্থানীয় থানায় অবহিত করবে। থানা কর্তৃপক্ষ সন্দেহের আলামতসহ সন্দেহভাজন কে হাজতে রাখতে পারবে।
এসডি/-
পরিচালক
সমন্বয়, পরিকল্পনা এবং কার্যসূচি
নবীন ক্যাম্প
০৪.১১.৭১
চেয়ারম্যান, পূর্বাঞ্চল কাউন্সিল
চেয়ারম্যান, নবীন বরন কমিটি
সকল ক্যাম্প প্রধানদের কাছে অতিদ্রুত পাঠানোর জন্য আবেদন করা হচ্ছে
সকল নবীন (প্রশিক্ষণ) ক্যাম্পের ইন-চার্জ