শিরোনাম |
সূত্র | তারিখ |
ক্যাম্পের সাংকেতিক নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়ে লেখা চিঠি | বাংলাদেশ সরকার, লিবারেশন কাউন্সিল, পূর্বাঞ্চলীয় জোন | ১৩ অক্টোবর, ১৯৭১ |
চরম গোপনীয়
নাম্বার- যুপ্রকে/ক্যাম্পস/৭১-৭২ আগরতলা। ১৩ অক্টবর, ১৯৭১।
প্রতি,
প্রশাসক,
পদ্মা/মেঘনা/গঙ্গা/যমুনা/মোহারি/তিস্তা/ফেনী/ কল্যাণপুর
বিষয়ঃ সংকেতলিপির পরিবর্তন।
১। নিন্মের সংকেত লিপিগুলি পত্রবিনিময়ে আশু প্রয়োগের জন্য ব্যবহৃত হবে-
পুরাতন
১। পদ্মা ২। মেঘনা ৩।গঙ্গা ৪।যমুনা ৫।মোহারি ৬।তিস্তা ৭।ফেনী ৮।কল্যাণপুর
|
নতুন
ক্রিকেট গলফ টেনিস হকি ফুটবল পোলো কাবাডি সাঁতার
|
স্বাক্ষরে-
আর ভি সুব্রামোনিয়াম
সহকারী পরিচালক
প্রতিলিপি-
১। আরসিআরও
২। টিআরজি। সমন্বয়ক, বাংলাদেশ আগরতলা।