You dont have javascript enabled! Please enable it! 1971.10.07 | যুবশিবিরে বসবাসকারীদের প্রতি কতিপয় নির্দেশ | বাংলাদেশ সরকার, লিবারেশন কউন্সিল, পূর্বাঞ্চল জোন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
যুবশিবিরে বসবাসকারীদের প্রতি কতিপয় নির্দেশ বাংলাদেশ সরকার, লিবারেশন কউন্সিল, পূর্বাঞ্চল জোন ৭ অক্টোবর, ১৯৭১

গোপনীয়
অতীব জরুরি
নং, যু প্র কে(YTC)/২৪৯ তাংঃ ৭-১০-৭১

আঞ্চলিক কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত পদক্ষেপ সমুহ অবিলম্বে কার্যকর হবেঃ
১। প্রকৃত evacuee cards এর জন্য, যুব অভ্যর্থনা শিবিরেরর সকল আবাসিকগণ (কর্মচারি এবংযুবা)কে নথিভুক্ত হতে হবে ।এজন্য ক্যাম্প প্রধান দায়িত্বপ্রাপ্ত থাকবেন তিনি নিকটস্থ থানায় অনুরোধ করবেন যেন এই উদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তিকে (প্রতিদিন বা প্রয়োজন অনুযায়ী) ক্যাম্পে পাঠান হয় ।
২। যুব(প্রশিক্ষন)শিবিরে ভর্তির জন্য এই কার্ড করা হবে যা পরবর্তিতে স্থানীয় কতৃপক্ষের নিকট জমা থাকবে। প্রেরনকারী ক্যাম্পপ্রধান নিশ্চিত করবেন যে এই কার্ড ব্যাতীত কোন যুবক কে যুব প্রশিক্ষন কেন্দ্রে নিয়োগের জন্য প্রেরন করা হবেনা ।এটা তার দায়িত্ব ।যুবকেন্দ্রে নিয়োগ ফর্ম সেই অনুযায়ী সংশোধিত হবে।
৩। কোন সন্দেহজনক ব্যক্তি ক্যাম্পে আসলে তা স্থানীয় থানাকে অবহিত করাও ক্যাম্প প্রধানের দ্বায়িত্ব । থানা কতৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিকে প্রমানাদি সহ তাদের জিম্মায় নিবেন ।
(আবু ইউসুফ)
পরিচালক
প্রশিক্ষন সমন্বয়ন
যুব ক্যাম্প ,পুর্বাঞ্চল ।
অনুলিপি
১। চেয়ারম্যান ,পুর্বাঞ্চল কাউন্সিল
২। চেয়ারম্যান,যুব অভ্যর্থনা শিবির কমিটি ,তাৎক্ষণিক ভাবে সকল ক্যাম্প প্রধান কে প্রেরণের অনুরোধ সহ।
সকল যুব প্রশিক্ষন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ।