শিরোনাম | সূত্র | তারিখ |
যুব শিবিরে অনিয়মতান্ত্রিক উপায়ে ভর্তি না করার জন্য শিবির পরিচালকের একটি বিজ্ঞপ্তি | মুক্তি সংগ্রাম পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন | ৭ অক্টোবর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নংঃ ওয়াই টি সি/২৫০ ৭ অক্টোবর, ১৯৭১
নিয়োগ সমন্বয়ক,
বিষয়ঃ অনিয়মিত নিয়োগ সম্পর্কিত প্রতিবেদন
জনাব,
সম্প্রতি স্থানীয় প্রশাসন জনাব হান্নানের করা ফেনী ক্যাম্পে কিছু সাম্প্রতিক নিয়োগপ্রাপ্তদের (৩-১০-১৯৭১) সম্পর্কে নিম্নলিখিত বিষয়ে আপত্তি জানিয়েছেঃ
ক) স্বাস্থ্য পরীক্ষা।
খ) অধিক বয়স (৪০-৪২ বছর)
গ) অল্প বয়স (৯-১৫ বছর)
ঘ) অস্ত্রচালনা শিক্ষার মিথ্যা আশ্বাস যেখানে নিয়োগ নেয়া হয়েছিল যুব প্রশিক্ষণ ক্যাম্পের জন্য।
জনাব হান্নান কে এ বিষয়ে ভবিষ্যতে আরো সতর্ক থাকতে উপদেশ দিতে আপনাকে অনুরোধ করা হল।
আপনাকে জানাই সশ্রদ্ধ ধন্যবাদ এবং শুভেচ্ছা।
পরিচালক
সমন্বয়, পরিকল্পনা ও বাস্তবায়ন,
যুব ক্যাম্প।
অনুলিপিঃ
১) সহকারি পরিচালক, ওয়াইআরসি।
২) জনাব আ হান্নান, হরিনা ক্যাম্প প্রধান,
প্রশাসক, ফেনী ক্যাম্প।