শিরোনাম | সূত্র | তারিখ |
যুব শিবিরে নতুন যুবক ভর্তি সংক্রান্ত চিঠি | লিবারেশন কাউন্সিল, পূর্বাঞ্চলীয় জোন | ৬ অক্টোবর, ১৯৭১ |
টপ সিক্রেট
বিষয়: পূর্ব অঞ্চলের যুব প্রশিক্ষণ কেন্দ্রের রিক্রুটমেন্টে অচলাবস্থা প্রসঙ্গে।
সহকারি পরিচালক, যুপ্রশি,
বিনীত নিবেদনের সাথে গতকাল যুব (প্রশিক্ষণ) কেন্দ্র বিষয়ক আমাদের আলোচনার প্রতি মনোযোগ আকর্ষণ করছি। লক্ষ্য করা গেছে যে, গত ১৬ই সেপ্টেম্বর থেকে বিডিএফ-এ (BDF) রিক্রূটমেন্টের কারণে খালি হওয়া পদগুলোর জন্য কোনো লিখিত ফরমাশ জারি করা হয়নি।
আশা করি অনুগ্রহপূর্বক এই শুন্যপদগুলোর জন্য অনতিবিলম্বে লিখিত ফরমাশ জারি করবেন।
বিনীত নিবেদক
সাক্ষর: আবু ইউসুফ
০৬.১০.৭১
(প্রশিক্ষণ সমন্বয়ক)
যেহেতু ১ এর জি (G of 1) এখনও
নতুন রেশন ইত্যাদি পাঠায়নি,
লিখিত ফরমাশ জারির এক সপ্তাহ বিলম্ব ঘটবে।
সাক্ষর: আর. ভি. শুবরোমোনিয়ান,
মেজর,
৬.১০.৭১
(সহকারি পরিচালক, ওয়াই.আর.সি)
এখন পর্যন্ত ওয়াই.আর.সি-র সহকারি পরিচালক কোনো লিখিত ফরমাশ জারি করেননি পক্ষান্তরে, রিসেপশন ক্যাম্পে তরুণদল উপচে পড়ছেন। কারণ, আরেকদফা তীব্র নিপীড়ন শুরু হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালি, ঢাকা এবং দক্ষিণ কুমিল্লা বিভাগে। রিসেপশন ক্যাম্পের সমস্যাগুলো বাস্তবিকভাবেই পরিচালনার অযোগ্য হয়ে উঠেছে আর একই সাথে যুব প্রশিক্ষণ শিবিরগুলো অশেষ অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে যেহেতু একদিকে মিত্র কর্তৃপক্ষ এবং অপরদিকে বাংলাদেশ সরকার পর্যাপ্ত বরাদ্দ দিতে পারছেন না। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের পক্ষ থেকে আসা ভর্তুকি পুরোপুরি থেমে গেছে, অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণের আগেই। ফলাফলস্বরূপ এই স্রোত থামিয়ে রাখার আরও এক বাঁধা সৃষ্টি করতে বেস-ওয়ার্কার (base-worker)দের অভিষেক পর্যন্ত স্থগিত করা হয়েছে। (অনুগ্রহ করে আমার সর্বশেষ আবেদন, তারিখ ৬-১০-৭১, লক্ষ্য করবেন, সংযোজিত)।
তথ্যপ্রদান ও দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পত্রটি পাঠানো হলো।
(আবু ইউসুফ)
প্রশিক্ষণ সমন্বয়ক
প্রধানমন্ত্রির পিএস, বাংলাদেশ।
অর্থমন্ত্রির পিএস, বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রির পিএস, বাংলাদেশ।
পরিচালক, যুব শিবির।