You dont have javascript enabled! Please enable it! 1971.10.04 | শিবির কর্মকর্তাদের বেতন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি | লিবারেশন কাউন্সিল  পূর্বাঞ্চলীয় জোন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
শিবির কর্মকর্তাদের বেতন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি লিবারেশন কাউন্সিল  পূর্বাঞ্চলীয় জোন ৪ অক্টোবর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নং যুপ্রশি/২৪৬ তারিখ: ৪ঠা অক্টোবর, ৭১

গত ২রা অক্টোবর অনুষ্ঠিত যুব ‘অভ্যর্থনা’ শিবির কমিটি পূর্ব অঞ্চলের বৈঠকের প্রস্তাবনা অনুসারে প্রতি মাসে ৫০০ রুপি মাত্র বরাদ্দ অনুমোদিত সকল ডেপুটি ডিরেক্টর পদের জন্য ধার্য করা হয়েছে। এর মধ্যেই অত্র অঞ্চলের যে কয়জন ডেপুটি ডিরেক্টর এই বরাদ্দ নিয়েছেন, তাও এর অন্তর্ভুক্ত।

প্রফেসর দেবব্রত দত্ত গুপ্ত, যিনি প্রশিক্ষণ সমন্বয়ে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত, ০৬.০৬.৭১-এ অনুষ্ঠিত লিবারেশন কাউন্সিলের (তখন একে হাই-পাওয়ারড কমিটি বলা হতো) আনুষ্ঠানিক মিটিংয়ে ৫০০ রুপি তাঁর মাসিক বরাদ্দ হিসেবে বুঝে পেয়েছিলেন।

তাঁকে অনুগ্রহপূর্বক একই পরিমাণ গ্রহণ করে তাঁর তোলা আগাম অর্থের সমন্বয় করার অনুমতি দেওয়া হোক।

(ড. আবু ইউসুফ)
সভাপতি পরিচালক
যুব (অভ্যর্থনা) শিবির প্রশিক্ষণ সমন্বয়ক
পূর্ব অঞ্চল