শিরোনাম | সূত্র | তারিখ |
পূর্বাঞ্চলীয় জোনের আওতাধীন বেলোনিয়ায় রাজনৈতিক উচ্চপরিষদ গঠন সংক্রান্ত চিঠি | বাংলাদেশ সরকার , লিবারেসন কাউন্সিল, পূর্বাঞ্চলীয় জোন | ১৮ জুন , ১৯৭১ |
বরাবর
জনাব জহুর আহমেদ চৌধুরী, এমপি
আহবায়ক, উচ্চ ক্ষমতাসম্পন্ন রাজনৈতিক কমিটি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দরকার।
বিষয়ঃ বেলোনিয়ার জন্য রাজনৈতিক উপকমিটি গঠন প্রসঙ্গে।
জনাব,
বিগত ০৩/০৬/৭১ খ্রিঃ তারিখের স্মারক নং- শুন্য মোতাবেক, আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনার নির্দেশনা অনুযায়ী বেলোনিয়ায় বসবাসকারী এমপিএ, এএমএনএ, আওয়ামীলীগ নেতা ও ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে ১০/০৬/৭১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত এক সভায় বেলনিয়া উপবিভাগের জন্য রাজনৈতিক উপকমিটি গঠন করা হয়েছে। সভায় নিম্নোক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন-
১। জনাব খাজা আহমেদ, এমএনএ, সভাপতি
২। জনাব শহীদ উদ্দিন ইস্কান্দর, এমপিএ -সম্পাদক
৩। জনাব এ, বি, এম, তালেব আলি, এমপিএ– সদস্য
৪। জনাব মোঃ হানিফ, এমএনএ —- সদস্য
৫। জনাব মোঃ এ, এফ, কে, সফদার, এমপিএ — সদস্য
৬। জনাব মোঃ সিরাজুল ইসলাম, এমপিএ—- সদস্য
৭। জনাব মোঃ ইউনুস ——– সদস্য
৮। জনাব মোঃ আব্দুল মালেক ——– সদস্য
৯। জনাব মোঃ আমিনুল করিম (খোকা) —- সদস্য
১০। জনাব মোঃ আজিজুল হক —— সদস্য
১১। জনাব মোঃ আবু বকর —— ছাত্র প্রতিনিধি
১২। জনাব মোঃ মোস্তফা হোসেন —- শ্রমিক প্রতিনিধি
আপনার সদয় অবগতির জন্য জানানো হলো।
ধন্যবাদান্তে
আপনার একান্ত অনুগত
খাজা আহমেদ
এমএনএ
১৮/০৬/৭১ খ্রিঃ
——————-