You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | ওলন্দাজ এম.পি-দের ভারত সফরের ব্যাপারে ল্যাংকাশায়াস্থ বাংলাদেশ এ্যাসোসিয়েশনের তৎপরতা | এ্যাকশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
ওলন্দাজ এম.পি-দের ভারত সফরের ব্যাপারে ল্যাংকাশায়াস্থ বাংলাদেশ এ্যাসোসিয়েশনের তৎপরতা এ্যাকশন কমিটির দলিলপত্র ২০ সেপ্টেম্বর ১৯৭১

বাংলাদেশ অ্যাসোসিয়েশন
ল্যাংকাশায়ার এবং সংলগ্ন প্রদেশসমূহ

এ. মতিন অ্যাসোসিয়েশন-এর সংশ্লিষ্ট ইউনিটসমূহ:
চেয়ারম্যান এ্যাক্রিংটন, ব্ল্যাকবার্ন, বার্নলি, চেস্টার
লতিফ আহমেদ হসলিংডেন এবং রটেন্সটেল, লিভারপুল,
সাধারণ সম্পাদক মোসলে, ম্যানচেস্টার এবং সংলগ্ন
শহরসমূহ, ওল্ডহ্যাম রকডেল, সেন্ট
হেলেনস, স্টোক-অন-ট্রেন্ট, টডমর্ডার্ন।

৩৩৬, স্টকপোর্টরোড,
ম্যানচেস্টার১৩।
টেলি.০৬১-২৭৩৩৪২২
তারিখ:২০ সেপ্টেম্বর ১৯৭১

রেফারেন্স …

বিচারপতি জনাব এ. এস. চৌধুরী,
১১, গোরিং স্ট্রিট,
লন্ডন।

মহামান্য বিচারপতি জনাব চৌধুরী,
এ বার্তার উদ্দেশ্য ডাচ এমপিদের প্রস্তাবিত ভারতভ্রমণ প্রসংগে আপনাকে জানানো। আপনার নির্দেশনা অনুসারে আমরা টিকেটের (ফেরত) ব্যবস্থা করেছি, কে এল এম এয়ারলাইন্সের মাধ্যমে ফ্লাইটের সময় এবং তারিখ মহামান্য এমপিদের জানিয়ে দিয়েছি প্রভৃতি। কে এল এম থেকে প্রেরিত সর্বশেষ বার্তায় জানা গেছে যাত্রীরা (এমপিবৃন্দ) ৩০ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
ভারতে তাঁদের মিশনের সফলতার ব্যাপারে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। যদি আপনার কাছে এ সম্পর্কিত কোন তথ্য থাকে তবে অনুগ্রহ করে আমাদের জানাবেন।

যথাযোগ্য সম্মানপূর্বক,
জহিরুল এইচ চৌধুরী
চেয়ারম্যান-এর পক্ষে