You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | বাংলাদেশে বিদেশী কর্মকর্তা নিয়োগ সম্পর্কে মন্ত্রী পরিষদ সভার কার্যবিবরণী | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক

শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশে বিদেশী কর্মকর্তা নিয়োগ সম্পর্কে মন্ত্রী পরিষদ সভার কার্যবিবরণী বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ১৫ ডিসেম্বর, ১৯৭১

গোপনীয়
অতীব জরুরী

১৩ ডিসেম্বর ১৯৭১ তারিখের মন্ত্রীসভার বৈঠকের নথি ও সিদ্ধান্ত থেকে সংকলিত

বিবিধ
ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কর্মকর্তা নিয়োগ ও কর্মস্থল নির্ধারণ সংক্রান্ত সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন অস্থায়ী রাষ্ট্রপতি ও মন্ত্রীসভার দৃষ্টিগোচর করা হয়েছে। এতদসংক্রান্ত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, ভারপ্রাপ্ত মহাসচিব, যিনি প্রশাসনিক বিষয়ে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করবেন, এ বিষয়ে সরকারের নীতি স্পষ্ট করে একটি বিবৃতি প্রদান করবেন। এটা অত্যন্ত পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যে, যদি সরকারের নিকট পাওয়া না যায়, তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অবিলম্বে বিদেশ থেকে বিশেষজ্ঞ ও দক্ষ কর্মী উপদেষ্টা হিসেবে আনবে। সন্দেহ নিরসনের লক্ষ্যে আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, গুরুত্বপূর্ণ সমস্ত সরকারী কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণের সময় তাদের নাম, পূর্বের কর্মস্থল ও বর্তমান কার্যভার পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে।
খ. সকল নিয়োগপত্রের অনুলিপি আঞ্চলিক কাউন্সিলেও পাঠাতে হবে। সংশ্লিষ্ট এলাকার কর্মচারীদের সকল বদলি/কর্মস্থল নির্ধারণী আদেশ কাউন্সিলে জানাতে হবে।
গ. তাছাড়া মন্ত্রীপরিষদ প্রবেশ অনুমতিপত্রের ব্যপারেও বিবেচনা করেছে। সিদ্ধান্ত হয়েছে যে, ভারত সরকারের জারীকৃত প্রবেশ অনুমতিপত্র ঐ সরকারের ……… অনুমতি হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ দূতাবাস এই অনুমতির উপর ভিত্তি করে বাংলাদেশ দর্শনার্থীদের জন্য প্রবেশ অনুমতিপত্র জারী করবে।

স্বাক্ষরঃ অস্থায়ী রাষ্ট্রপতি
তারিখঃ ১৫ ডিসেম্বর, ১৯৭১

স্মারক নং …………(১০১/ক্যাব).
______________