শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশে বিদেশী কর্মকর্তা নিয়োগ সম্পর্কে মন্ত্রী পরিষদ সভার কার্যবিবরণী | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | ১৫ ডিসেম্বর, ১৯৭১ |
গোপনীয়
অতীব জরুরী
১৩ ডিসেম্বর ১৯৭১ তারিখের মন্ত্রীসভার বৈঠকের নথি ও সিদ্ধান্ত থেকে সংকলিত
বিবিধ
ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কর্মকর্তা নিয়োগ ও কর্মস্থল নির্ধারণ সংক্রান্ত সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন অস্থায়ী রাষ্ট্রপতি ও মন্ত্রীসভার দৃষ্টিগোচর করা হয়েছে। এতদসংক্রান্ত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, ভারপ্রাপ্ত মহাসচিব, যিনি প্রশাসনিক বিষয়ে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করবেন, এ বিষয়ে সরকারের নীতি স্পষ্ট করে একটি বিবৃতি প্রদান করবেন। এটা অত্যন্ত পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যে, যদি সরকারের নিকট পাওয়া না যায়, তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অবিলম্বে বিদেশ থেকে বিশেষজ্ঞ ও দক্ষ কর্মী উপদেষ্টা হিসেবে আনবে। সন্দেহ নিরসনের লক্ষ্যে আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, গুরুত্বপূর্ণ সমস্ত সরকারী কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণের সময় তাদের নাম, পূর্বের কর্মস্থল ও বর্তমান কার্যভার পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে।
খ. সকল নিয়োগপত্রের অনুলিপি আঞ্চলিক কাউন্সিলেও পাঠাতে হবে। সংশ্লিষ্ট এলাকার কর্মচারীদের সকল বদলি/কর্মস্থল নির্ধারণী আদেশ কাউন্সিলে জানাতে হবে।
গ. তাছাড়া মন্ত্রীপরিষদ প্রবেশ অনুমতিপত্রের ব্যপারেও বিবেচনা করেছে। সিদ্ধান্ত হয়েছে যে, ভারত সরকারের জারীকৃত প্রবেশ অনুমতিপত্র ঐ সরকারের ……… অনুমতি হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ দূতাবাস এই অনুমতির উপর ভিত্তি করে বাংলাদেশ দর্শনার্থীদের জন্য প্রবেশ অনুমতিপত্র জারী করবে।
স্বাক্ষরঃ অস্থায়ী রাষ্ট্রপতি
তারিখঃ ১৫ ডিসেম্বর, ১৯৭১
স্মারক নং …………(১০১/ক্যাব).
______________