You dont have javascript enabled! Please enable it! 1971.12.14 | বাংলাদেশ সরকারের পলিশের ডিরেক্টর জেনারেল- এর অধীন কর্মকর্তাদের তালিকা | বাংলাদেশ সরকার, পুলিশের ডিরেক্ট জেনারেলের দপ্তর - সংগ্রামের নোটবুক

শিরোনাম

সূত্র তারিখ
বাংলাদেশ সরকারের পলিশের ডিরেক্টর জেনারেল- এর অধীন কর্মকর্তাদের তালিকা বাংলাদেশ সরকার, পুলিশের ডিরেক্ট জেনারেলের দপ্তর ১৪ ডিসেম্বর, ১৯৭১

 

পুলিশ মহাপরিচালকের দপ্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুজিবনগর

 

স্মারক নং..                                                                                                                                         তারিখ……………

প্রতি

মাননীয় সচিব মহোদয়,

সংস্থাপন বিভাগ,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর।

     প্রসঙ্গঃ আপনার স্মারক নাম্বার গ/৩১৬৫ (৬) তারিখ-১৩-১২-১৯৭১।

     প্রসঙ্গে বর্ণিত আপনার স্মারকে উল্লেখিত চাহিদামত এই ডিপার্টমেন্টের কর্মকর্তাদের তালিকা এখানে সংযুক্ত করা হল।

(এ. খালেক)

পুলিশ মহাপরিচালক

বাংলাদেশ

স্মারক নং..

তারিখ ১৪-১২-১৯৭১

প্রতিলিপি দেয়া হলঃ

পুলিশ কর্মকর্তাদের জেলাভিত্তিক কর্মস্থলের একটি তালিকা সহ।  

১) মাননীয় সচিব, স্বরাষ্ট্র বিষয়ক বাংলাদেশ সরকার
২) মাননীয় সচিব, অর্থ বিভাগ
৩) মাননীয় সচিব, প্রতিরক্ষা
৪) মাননীয় রাষ্ট্রপতির পি.এস
৫) মাননীয় প্রধানমন্ত্রীর পি.এস
৬) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পি.এস

(এ. খালেক)

পুলিশ মহাপরিচালক,

বাংলাদেশ

               

নিম্নবর্ণিত পুলিশ কর্মকর্তাগণ পাশে বর্ণিত জেলার পুলিশ সুপার হিসেবে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত হয়েছেনঃ

১) জনাব এম.আই.তালুকদার (অতিরিক্ত পুলিশ সুপার)                                     চট্টগ্রাম

২) জনাব বিমলেশ্বর দেওয়ান (পুলিশ সুপার)                                                        পার্বত্য চট্টগ্রাম

৩) জনাব ত্রিপুরা কান্তি চাকমা (সহকারী পুলিশ সুপার)                                  নোয়াখালী

৪) জনাব এ.এইচ.মাজহারুল হান্নান (অতিরিক্ত পুলিশ সুপার)                        সিলেট

৫) জনাব চিনা বিনোদ দাস (সহকারী পুলিশ সুপার)                                       কুমিল্লা

৬) জনাব এ.কে.আর.কিউ.এ. মুত্তালেব (অতিরিক্ত পুলিশ সুপার)                     ময়মনসিংহ

৭) জনাব ইন্দ্রজিত ঘোষ (সহকারী পুলিশ সুপার)                                                               টাঙ্গাইল

৮) জনাব সুলামার কর্মকার (সহকারী পুলিশ সুপার)                                        ফরিদপুর

৯) জনাব ক্যাপ্টেন মাহাবুব উদ্দিন আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার)     ঢাকা

১০) জনাব এম.এ.সামাদ (সহকারী পুলিশ সুপার)                                                                রাজশাহী

১১) জনাব রফিকুল হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার)                                        দিনাজপুর

১২) জনাব মোহাম্মাদ আফসার উদ্দিন (সহকারী পুলিশ সুপার)                   রংপুর

১৩) জনাব সিদ্দিক হোসেন (সহকারী পুলিশ সুপার)                                                          বগুড়া

১৪) জনাব মাজেদুর রহমান (সহকারী পুলিশ সুপার)                                        পাবনা

১৫) জনাব পঙ্কজ ভূষণ মিত্র (অতিরিক্ত পুলিশ সুপার)                                   খুলনা

১৬) জনাব মোহাম্মাদ আবুল হাশেম মিয়া (সহকারী পুলিশ সুপার)                           যশোর

১৭) জনাব এস.জে.এ. নুর এনায়েত (সহকারী পুলিশ সুপার)                            কুষ্টিয়া

১৮) জনাব এ.কে. চাঁদ মিয়া (সহকারী পুলিশ সুপার)                                        বাকেরগঞ্জ

১৯) জনাব আতাউর রহমান খান (সহকারী পুলিশ সুপার)                                           পটুয়াখালী

২০) জনাব দুর্গাদাস লাহিড়ী (সহকারী পুলিশ সুপার)                                       পুলিশ একাডেমী

২১) জনাব তমিজুদ্দিন আহমেদ (সহকারী পুলিশ সুপার)                                  সৈয়দপুর রেলওয়ে জেলা

২২) জনাব মোহাম্মাদ ইব্রাহিম (সহকারী পুলিশ সুপার)                                     চট্টগ্রাম রেলওয়ে জেলা

(এ. খালেক)

পুলিশ মহাপরিচালক,

বাংলাদেশ।