You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | বিদেশ গমনেচ্ছু বাংলাদেশীদের ছাড়পত্র সম্পর্কে প্রতিরক্ষা সচিব কর্তৃক স্বরাষ্ট্র সচিবকে লিখিত একটি চিঠি | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
বিদেশ গমনেচ্ছু বাংলাদেশীদের ছাড়পত্র সম্পর্কে প্রতিরক্ষা সচিব কর্তৃক স্বরাষ্ট্র সচিবকে লিখিত একটি চিঠি বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২ ডিসেম্বর, ১৯৭১

 

জরুরি
গোপনীয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়

নং- ৭-০০৭/২০১(৩) তারিখঃ ২/১২/১৯৭১

বরাবর
সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়ঃ বিদেশে গমনেচ্ছু বাংলাদেশীদের ছাড়পত্র প্রসঙ্গে

উল্লেখঃ স্মারকলিপি নং- এইচ ডি/২৪/৩৩০/১, তারিখঃ ৮/১০/৭১

সাধারণ নিয়মানুযায়ী ছাড়পত্রের আবেদনগুলো এই মন্ত্রণালয়ে পাঠাবার প্রয়োজন নেই কারণ প্রার্থীদের পূর্ব ইতিহাস পরীক্ষা করার জন্য কোন পদ্ধতি আমাদের হাতে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই এ ধরণের ঘটনা সামলাতে সক্ষম।

নিম্নবর্ণিত বিধিমালা পালনের পরামর্শ দেওয়া হলঃ দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এগুলোর বৈধতা থাকবে।

১। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কোন গেরিলাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।
২। চরমভাবে মর্মভেদী এবং বাধ্যকারী কারণ ছাড়া ৪৫ বছর বয়সের নিচের কোন প্রাক্তন সশস্ত্র কর্মকর্তা অথবা বিশ বছর বয়সের উপরের কোন যুবককে সাধারণভাবে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।

উপরোক্ত স্মারকের সাথে আপনার প্রেরিত দলিলাদি এক্ষণে ফেরত দেওয়া হল।

প্রতিরক্ষা সচিব