You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | মুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে উপ-পরিষদের বৈঠক সংক্রান্ত চিঠি | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
মুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে উপ-পরিষদের বৈঠক সংক্রান্ত চিঠি বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ১ ডিসেম্বর, ১৯৭১

 
২৬ নভেম্বর , ১৯৭১ এ অনুষ্ঠিত উপকমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী নিম্নবর্ণিত নির্দেশনা অনুযায়ী কাগজপত্র প্রস্তুত করা হবে এবং উপকমিটির পরবর্তী বৈঠকে তা আলোচিত হবেঃ

১। রাজনৈতিক নির্দেশ – জনাব এ. এফ. এম. ফতেহ (সভাপতি)
২। পুলিশ যন্ত্রপাতির পুনরুদ্ধার – স্বরাষ্ট্র সচিব
৩। শত্রুপক্ষের সম্পত্তি নিষ্পত্তি এবং উদ্বাস্তু মানুষদের সম্পত্তির পুনরুদ্ধার বিষয়ক আইন – জনাব আকবর আলী খান
৪। সৈন্যবাহিনীর বেসামরিক যোগাযোগ, এফ. এফ এবং মুক্তিবাহিনীর সদস্যগণের আত্মীকরণ – প্রতিরক্ষা সচিব
৫। হানাদারদের সহযোগীদের ব্যবস্থাকরণ এবং বেসামরিক কর্মচারীদের সেবা প্রদান – মন্ত্রীসভা সচিব এবং প্রতিরক্ষা সচিব
৬। সরকারী চাকরির জন্যে কমিশন, সরকারী চাকুরেদের নিয়োগ, নির্দিষ্ট স্থানে নিযুক্তি, বদলি ইত্যাদি – সচিব, মন্ত্রিসভা
৭। মূলোৎপাটিত মানুষদের ত্রাণ এবং পুনর্বাসন – ডঃ মোশারফ হোসেইন , সদস্য, পরিকল্পনা
৮। অর্থনৈতিক পুনর্গঠন এবং এর সাথে জড়িত সমস্যাবলি – ডঃ মোশারফ হোসেইন , সদস্য, পরিকল্পনা
৯। উপায় এবং পথ সমূহ – অর্থ সচিব
১০। বেসামরিক প্রশাসন গঠন – অর্থ সচিব

এগুলোর মধ্যে এখনো পর্যন্ত আমরা অর্থ সচিবের কাছ থেকে ২টি দলিল গ্রহণ করেছি , যা কিনা ইতোমধ্যেই সদস্যদের মাঝে সঞ্চালিত করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র সচিব আইন-শৃঙ্খলার উপর একটি বিস্তীর্ণ দলিল উপস্থাপন করেছিলেন যা উপ-কমিটির প্রথম বৈঠকে আলোচিত হয়েছিল। স্বরাষ্ট্র সচিবকে নির্দিষ্ট সুপারিশ সহ পুলিশ প্রশাসনের উপর আরেকটি দলিল প্রস্তুত করতে অনুরোধ করা হয়েছিল।
অন্যান্য দলিলসমূহও আগামী দুই-একদিনের মধ্যেই তৈরী হয়ে যাবে, তেমনটাই আমাদের কাম্য। আমি সকল সদস্যদের অনুরোধ জানাচ্ছি শুক্রবারের মাঝে দলিল সম্পূর্ণ করে আমাকে অথবা সভাপতি (জনাব এ. এফ. এম. ফতেহ) এর কাছে প্রেরণ করবার জন্যে, যেন শুক্রবার বিকেল থেকেই উপকমিটি আবার তার আলোচনা শুরু করতে পারে।
এখানে উল্লেখ করা যায় যে গতকালের বৈঠকে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, সচিবদের উপ-কমিটি এবং পরিকল্পনা সেল পৃথক পৃথকভাবে তাদের প্রতিবেদনসমূহ মন্ত্রিসভার কাছে দাখিল করবে।
যেহেতু আমাদের অন্যান্য সহকর্মীরা; বিশেষত স্বাস্থ্য সচিব , কৃষি সচিব এবং তথ্য সচিব কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন তাই আমি সভাপতির কাছে অনুরোধ জানাচ্ছি যে হয় তাদের বৈঠকে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ পাঠানো হোক অথবা তাদের সাথে আলোচনায় বসা হোক। বর্তমান পর্যায়ে আমাদের কাজের সাথে বাংলাদেশ বাহিনীর ডি.সি.ও.এস. এরাও সংযুক্ত হতে পারেন।

ইউ.ও. নং ৪১৩/ মন্ত্রিসভা (এইচ. টি. ইমাম)
তারিখ ১-১২-৭১ মন্ত্রিসভা সচিব,
১-১২-৭১।

সভাপতি,
সচিবদের উপকমিটি
বেসামরিক প্রশাসন গঠনের উপর (জনাব এ. এফ. এম. ফতেহ)

স্মারকলিপি নং – ৪১৩(৬) / মন্ত্রিসভা তারিখ ১ ডিসেম্বর, ১৯৭১
অনুলিপির প্রাপকগণঃ-
১। প্রতিরক্ষা সচিব
২। অর্থ সচিব
৩। স্বরাষ্ট্র সচিব
৪। সচিব সা.প্র.
৫। ডঃ মোশারফ হোসেইন , সদস্য, পরিকল্পনা
৬। জনাব আকবর আলী খান, উপসচিব, প্রতিরক্ষা
(এইচ. টি. ইমাম)
মন্ত্রিসভা সচিব,
১-১২-৭১