You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | মুক্ত এলাকায় অবস্থিত দেশের সম্পদ সংরক্ষণ সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতির নির্দেশ | বাংলাদেশ সরকার, রাষ্ট্রপতির কার্যালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
মুক্ত এলাকায় অবস্থিত দেশের সম্পদ সংরক্ষণ সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশ সরকার, রাষ্ট্রপতির কার্যালয় ২ ডিসেম্বর, ১৯৭১

গোপন

রাষ্ট্রপতির কার্যালয়

বরাবর
কমান্ডার ইন চিফ
বাংলাদেশ সেনাবাহিনী

বিষয়ঃ বাংলাদেশের স্বাধীন অঞ্চলগুলোর স্থাবর-অস্থাবর সম্পত্তির নিরাপদ রক্ষণাবেক্ষণ

আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ সামনে বাড়ছেন, হানাদার বাহিনী পিছু হটছে এবং এমতাবস্থায় সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার ও ক্রমানুসারে অন্যান্য অফিসারের প্রতি স্পষ্ট নির্দেশনার প্রয়োজন যেন শত্রুমুক্ত এলাকাসমূহের সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি ও শস্যক্ষেত্রের নিরাপত্তা প্রদান করা হয় এবং কর্তৃপক্ষের ছাড়পত্র মাফিক বৈধ মালিকের কাছে তা ফিরিয়ে দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, এটি অবশ্যই জনপ্রশাসনের প্রথম ও প্রধান দায়িত্ব হবে এবং শীঘ্রই এ বিষয়ে তাদের নির্দেশনা দেয়া হবে। এর মধ্যবর্তী সময়ে মুক্ত অঞ্চলের সকল সম্পত্তি রক্ষার্থে সশস্ত্রবাহিনীকে জনপ্রশাসনকে সব ধরণের সাহায্য করার নির্দেশ দেয়া হচ্ছে।
২। আমাকে জননেতাগণ জানিয়েছেন সুন্দরি গাছের গুঁড়ি ও গোলপাতা সুন্দরবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এর সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত। এদের ধ্বংস পরিহারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে সেক্টর কমান্ডারদের প্রতি লিখিতভাবে নির্দেশনা দেবার জন্য সুপারিশ করছি।

(সৈয়দ নজরুল ইসলাম)
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মেমো নং PS/SEC/VI 1/243 (1)
তারিখঃ ২রা ডিসেম্বর
প্রতিলিপি প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বরত মন্ত্রীর প্রতি প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থা গ্রহনের জন্য পাঠানো হল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি