শিরোনাম | সূত্র | তারিখ |
রণক্ষেত্রে মুক্তিবাহিনীর ভুমিকায় প্রচার সম্পর্কে তথ্য সচিবের একটি চিঠি | বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয় | ২৯ নভেম্বর, ১৯৭১ |
জয় বাংলা তথ্য, প্রচার ও বেতার দফতর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুজিবনগর
ডি.ও. নং. পিআইবিপি/৬৪।, তারিখ ২৯শে নভেম্বর, ১৯৭১
প্রেরক:- জনাব এ.এইচ. খান,
সচিব, বাংলাদেশ সরকার,
তথ্য, প্রচার ও বেতার দফতর।
আমার প্রিয় সামাদ,
আপনি অবগত আছেন যে পাকিস্তানীরা বিশ্বকে বুঝানোর চেষ্টা করছে বাংলাদেশের অভ্যন্তরে ভারত তাদের সেনা প্রেরণ করেছে এবং তারাই বাংলাদেশের অভ্যন্তরে মূল যুদ্ধ করছে। এই অপপ্রচারের উদ্দেশ্য দুটি-প্রথমত,ইন্দো-পাক বিরোধের দিকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে প্রকৃত ইস্যু বাংলাদেশ থেকে বিশ্বের নজর সরিয়ে নেবার চেষ্টা করা করার জন্য এবং দ্বিতীয়ত, মুক্তিবাহিনীর সাফল্যকে ছোট করে দেখানো। ভারত এই অভিযোগ অটলভাবে খণ্ডন করেছে। তারপরেও আমি মনে করি বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিবাহিনী কর্তৃক চালানো যুদ্ধে ভারতীয় সেনাদের সম্পৃক্ততা বাংলাদেশ সরকারের খোলাখুলিভাবে প্রত্যাখ্যান করা উচিত।
যেহেতু এটি একটি জরুরী বিষয়, তাই আমি সুপারিশ করছি যে আপনি অবিলম্বে আপনার অভিমত প্রদান করুন যাতে আমরা বেতারযোগে পাকিস্তানীদের অপপ্রচার বিফল করে দিতে পারি।
একান্তই আপনার,
(এ. এইচ. খান)
জনাব এ.সামাদ,
প্রতিরক্ষা সচিব,
বাংলাদেশ সরকার।