You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | মুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে উপ-পরিষদের বৈঠক সংক্রান্ত চিঠি | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
মুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে উপ-পরিষদের বৈঠক সংক্রান্ত চিঠি বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ১ ডিসেম্বর, ১৯৭১

 
২৬ নভেম্বর , ১৯৭১ – এ যে উপ-কমিটি বৈঠকে, সিদ্ধান্ত নেওয়া হল যে, নিম্নবর্ণিত নির্দেশনা অনুযায়ী কাগজপত্র প্রস্তুত করা হবে এবং উপ-কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা করা হবেঃ-

১। রাজনৈতিক নির্দেশ – জনাব এ. এফ. এম. ফতেহ (সভাপতি)
২। পুলিশ যন্ত্রপাতির পুনরুদ্ধার – স্বরাষ্ট্র সম্পাদক
৩। শত্রুপক্ষের সম্পত্তি নিষ্পত্তি বিষয়ক আইন এবং স্থানচ্যুত মানুষদের সম্পত্তির পুনরুদ্ধার – জনাব আকবর আলী খান
৪। সৈন্যবাহিনীর বেসামরিক যোগাযোগ, এফ। এফ এর শোষণ এবং মুক্তিবাহিনীর সদস্যগণ – প্রতিরক্ষা সম্পাদক
৫। সহযোগীদের আচরণ এবং বেসামরিক কর্মচারীদের সেবা – মন্ত্রীসভা সম্পাদক এবং প্রতিরক্ষা সম্পাদক
৬। জনসাধারণ কর্মকর্তাদের গণসেবা কমিশন, নিয়োগ, নির্দিষ্ট স্থানে নিযুক্তি, বদলি ইত্যাদি – সম্পাদক, মন্ত্রিসভা
৭। নির্মূল মানুষদের ত্রাণ এবং পুনর্বাসন – ডঃ মোশারফ হোসেইন , সদস্য, পরিকল্পনা
৮। অর্থনৈতিকপুনর্গঠন এবং জড়িত সমস্যাবলি – ডঃ মোশারফ হোসেইন , সদস্য, পরিকল্পনা
৯। উপায়সমূহ – অর্থ সম্পাদক
১০। বেসামরিক প্রশাসন গঠন – অর্থ সম্পাদক

এগুলোর মধ্যে আমরা অর্থ সম্পাদক এর কাছ থেকে ২টি দলিল গ্রহণ করেছি , যেটি কিনা ইতোমধ্যে সদস্যদের মাঝে সঞ্চালিত হয়েছে। উপ-কমিটির প্রথম বৈঠকের আলোচনা অনুযায়ী, পূর্বে স্বরাষ্ট্র সম্পাদক-কে আইন এবং শৃঙ্খলার উপর একটি আবশ্যক দলিল দাখিল করতে হবে। স্বরাষ্ট্র সম্পাদক-কে অনুরোধ করা হয় পুলিশ প্রশাসনের উপর অন্য একটি দলিল প্রস্তুত করতে ……… নির্দিষ্ট সুপারিশ তৈরী করে।

আশা করা যায় যে অন্যান্য দলিলসমূহও আগামী দুই-একদিনের মধ্যে তৈরী হয়ে যাবে। দলিল সম্পূর্ণ করার জন্য আমি সকল সদস্যদের অনুরোধ জানাচ্ছি এবং আমাকে অথবা সভাপতি (জনাব এ. এফ. এম. ফতেহ) এর কাছে প্রেরণ করবে, যেন শুক্রবার মধ্যাহ্ন থেকেই উপ-কমিটি আবার তার আলোচনা শুরু করতে পারে।

এখানে উল্লেখ্য যে, গতকালের মন্ত্রিসভা বৈঠকে অতি উৎসাহের সহিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সম্পাদকদের উপ-কমিটি এবং পরিকল্পনা কক্ষ(cell) তাদের প্রতিবেদনসমূহ পৃথকভাবে মন্ত্রিসভার কাছে দাখিল করবে।
যেহেতু অন্যান্য সহকারী কর্মকর্তাদের সাথে সেখানে কিছু সমস্যা আছে, বিশেষত স্বাস্থ্য সম্পাদক , কৃষি সম্পাদক এবং তথ্য সম্পাদক বিষয়ক, তাই আমি সভাপতির কাছে বিনীত প্রার্থনা জানাচ্ছি, হয় তাদের বৈঠকে অংশগ্রহণ করার জন্য অথবা তাদের সাথে আলোচনা সম্পন্ন করতে। আমাদের কাজের বর্তমান পর্যায়ে বাংলাদেশ বাহিনীর D.C.O.-ও নিযুক্ত থাকতে পারেন।
U.O. নং ৪১৩/ মন্ত্রিসভা (এইচ. টি. ইমাম)
তারিখ ১-১২-৭১ মন্ত্রিসভা সম্পাদক,
১-১২-৭১।

সভাপতি,
সম্পাদকদের উপ-কমিটি
বেসামরিক প্রশাসন গঠনের উপর (জনাব এ. এফ. এম. ফতেহ)

স্মারকলিপি নং – ৪১৩(৬) / মন্ত্রিসভা তারিখ ১ ডিসেম্বর,১৯৭১
অনুলিপি হতেঃ-
১। প্রতিরক্ষা সম্পাদক
২। অর্থ সম্পাদক
৩। স্বরাষ্ট্র সম্পাদক
৪। সম্পাদক G.A.
৫। ডঃ মোশারফ হোসেইন , সদস্য, পরিকল্পনা
৬। জনাব আকবর আলী খান, Dy. সম্পাদক, প্রতিরক্ষা
(এইচ. টি. ইমাম)
মন্ত্রিসভা সম্পাদক,
১-১২-৭১।