শিরোনাম | সূত্র | তারিখ |
বিদেশে প্রস্থানকারদের ছাড়পত্র সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় | নভেম্বর ১১, ১৯৭১ |
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
মেমো নং. এ-০০৬/১৪৫ (২) তারিখঃ নভেম্বর ১১, ১৯৭১
প্রতি,
সহকারী সচিব,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রঃ নং হড/৪১/২৭৪/১ , তারিখ ৫.১১.৭১
উপরের সূত্রে উল্লিখিত মেমোতে লিখিত আপনার ডিজাইন করা কোনো ফর্ম চিঠির সাথে সংযুক্ত নেই ।
ফর্মগুলো প্রেরনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
পক্ষে অনুস্বাক্ষর সচিব,প্রতিরক্ষা
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট মন্ত্রণালয়
মেমো নং. এইচডি / ৪১/২৭৪/১ তারিখ নভেম্বর ৫ , ১৯৭১
প্রেরকঃ
এম কে চৌধুরী
সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রতিঃ
জনাব এ সামাদ
সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় ।
নিম্ন স্বাক্ষরকারী আপনাকে অবহিত করছেন যে, যুবকদের দেশ ত্যাগে নিরুৎসাহিত করাই সরকারের নীতি । এজন্য , আগ্রহী যুবক আবেদনকারীদের যথাযথ নিরীক্ষণের ব্যাপারে একমত হওয়া হয়েছে ।
এই ব্যাপারে এখানে সংযোজিত আমাদের তৈরি ফর্মটি দেখতে বলা হচ্ছে । যে সকল ক্ষেত্রে কোনো সুপারিশ প্রয়োজন বলে আমরা মনে করি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র হিসেবে আমরা এই ফর্মটি আপনার নিকট প্রেরণ করবো । আবেদনকারীকে ভ্রমন সংক্রান্ত কাগজপত্র দেওয়ার জন্য, পররাষ্ট্র নীতি বিষয়ক মন্ত্রণালয়, ভারত সরকারকে সংশ্লিষ্ট আবেদনকারির বিষয়ে সুপারিশ করা যায় কি না বা উচিত কি না সেই বিষয়ে এটি হবে আমাদের নিজস্ব সম্মতি।
আপনাদের সম্ভব্য কাজের চাপের আলোকে , আমাদের পাঠানো বিষয়গুলোর বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষে ছাড়পত্র লেখার জন্য আপনারা যদি একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন তা হলে আমরা খুবই উপকৃত হবো । কর্মকর্তার নাম আমাদের জানানোর জন্য বলা হচ্ছে ।
(এম. কে. চৌধুরী)