শিরোনাম | সূত্র | তারিখ |
শীতবস্ত্র কেনার জন্য সরকার কতৃক কর্মচারীদের আগাম প্রদানের বিজ্ঞপ্তি | বাংলাদেশ সরকার, সাধারন প্রশাসন বিভাগ | ৬ নভেম্বর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সাধারণ প্রশাসন বিভাগ
মেমো নং জি এ/ ১৯০৫ তারিখঃ নভেম্বর ৬,১৯৭১
বরাবর
সচিব, অর্থ বিভাগ
বিষয়: – শীতের কাপড়ের জন্য অগ্রিম অনুদান।
নিম্ন স্বাক্ষরকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার নিম্ন বর্নিত সরকারি কর্মচারীদের শীতের পোষাক কেনার জন্য অগ্রিম অর্থ অনুমোদন দিতে সম্মত হয়েছেন।
অগ্রিমের হার এবং ঋণ পরিশোধের সময়সূচি নিম্নরূপ:
প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাঃ সর্বোচ্চ ২০০ টাকা অগ্রিম দেওয়া যেতে পারে, যা ১০টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ যোগ্য।
তৃতীয় শ্রেণীর কর্মকর্তাঃ সর্বোচ্চ ১৫০ টাকা অগ্রিম দেওয়া যেতে পারে, যা ২০টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ যোগ্য।
চতুর্থ শ্রেণীর কর্মচারীঃ সর্বোচ্চ ১০০ টাকা অগ্রিম দেওয়া যেতে পারে, যা ২০টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ যোগ্য।
এই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
(কে আহমেদ)
উপসচিব (সংস্থাপন)
সাধারণ প্রশাসন বিভাগ
মেমো নং জি এ/ ১৯৭১/১ (৫০) তারিখ ৬ নভেম্বর, ১৯৭১
কপি পাঠিয়ে দেওয়া হলোঃ
(১) এমএনএ ইনচার্জ ……….
(২) চেয়ারম্যান …….. .. জোনাল কাউন্সিল।
(৩) চেয়ারম্যান পরিকল্পনা সেল।
(৪) চেয়ারম্যান, ট্রেড, কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বোর্ড।
(৫) সচিব……..
(৬) বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল।
(৭) প্রধান প্রকৌশলী
(৮) ত্রাণ কমিশনার।
(৯) পরিচালক, যুব ক্যাম্প. (প্রধান সদর দপ্তর)
(১০)আইন ও সংসদ বিষয়ক ও.এস.ডি ।
(১১)জোনাল প্রশাসনিক কর্মকর্তা … জোন।
(১২) ও. এস. ডি..পি. এস. টি. বিভাগ
(১৩) দায়িত্ব প্রধানের এ. ডি. সি.
(১৪) ব্যক্তিগত সচিব ……….
(কে আহমেদ)
উপসচিব (সংস্থাপন)
সাধারণ প্রশাসন বিভাগ