You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | বাংলাদেশ সরকারের পুলিশ কর্মকারীদের বিভিন্ন জোনাল কাউন্সিলে নিয়োগের বিজ্ঞপ্তি | ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ - সংগ্রামের নোটবুক
শিরোণাম সূত্র তারিখ
বাংলাদেশ সরকারের পুলিশ কর্মকারীদের বিভিন্ন জোনাল কাউন্সিলে নিয়োগের বিজ্ঞপ্তি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ৫ নভেম্বর, ১৯৭১

 
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কার্যালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুজিবনগর
কেন্দ্রীয় আদেশ নম্বর:. ৪৫

নিম্নে উল্লেখিত পুলিশ অফিসার, যারা সীমান্তে কাজ করছেন, এখানে প্রদত্ত নিদের্শনা অনুযায়ী তাদেরকে আঞ্চলিক কাউন্সিলে নিয়োগক দেয়া হলো। এখানে যেভাবে দেখানো আছে সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণের জন্য অনতিবিলম্বে তারা নিচে উল্লেখিত অঞ্চলের আঞ্চলিক পুলিশ অফিসারের কাছে রিপোর্ট করবে।

জোনাল পুলিশ অফিসারদের অনুরোধ করা হলো যেন তারা চেয়ারম্যান, জোনাল কাউন্সিল, জোনাল প্রশাসনিক অফিসার্স ও বি.ডি.এফ, কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে এই অফিসারদের দায়িত্বের কর্মপরিকল্পনা ঠিক করেন। এই পুলিশ অফিসাররা পুলিশের নৈমত্তিক দায়িত্বই পালন করবেন, যেভাবে নির্ধারণ করে দিয়েছে জোনাল কাউন্সিল। স্বাধীনতা কার্যক্রমের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই অফিসাররা নিজ নিজ জোনের বিমুক্ত অঞ্চলে নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত থাকবেন।

এখানে স্পষ্ট করে দেওয়া যাচ্ছে যে, হেডকোয়ার্টারে পুলিশ বিভাগের বাজেট থেকেই এই পুলিশ অফিসাররা প্রসূত। তাদের মাসিক সম্মানী ঠিক করবেন সহকারি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং নভেম্বর মাস থেকেই চালুর জন্য পাঠিয়ে দেওয়া দেবে জোনাল কাউন্সিলে। যাতায়াত ভাতা, দৈনিক ভাতাসহ অন্যান্য ভাতাদি প্রসূত হবে পুলিশ বাজেট থেকেই। তাদের যাতায়াত ভাতা এখন থেকেই চালুর জন্য জোনাল পুলিশ অফিসারের মাধ্যমে সহকারি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কাছে পাঠাতে বলা হলো।

জোনাল অফিসাররা দয়া করে এই পুলিশ অফিসারদের কাজে যোগ দেওয়ার প্রতিবেদন নিজ নিজ জোনাল কাউন্সিল হেডকোয়ার্টারে দাখিল করবেন।

(এ খালেক)
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,
বাংলাদেশ।
মেমো নম্বর. ৫৩২ (৯২), তারিখ: ০৫.১১.১৯৭১
কপি পাবে :- (জানার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য)
১. চেয়ারম্যান, জোনাল কাউন্সিল
২. জোনাল প্রশাসনিক কর্মকর্তা
৩. জোনাল পুলিশ অফিসার
৪. সচিব, সাধারণ প্রশাসনিক বিভাগ
৫. সচিব, স্বরাষ্ট্র বিভাগ
৬) বি ডি এফের সেনাপতিদের জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা সচিব অনুরোধ জানিয়েছেন
৭)পরিদর্শক/এস.আই.এ.এস.আই
(এ.খালেক)
পুলিশ পরিদর্শক।
বাংলাদেশ

আঞ্চলিক সদরদপ্তরসমূহ পুলিশের আয়ত্তাধীন আঞ্চলিক পরিষদ

১) বারাসাত এস আই শহীদুজ্জামান
(বরিশাল,পটুয়াখালী ও খুলনা) এস আই কাঞ্চন কুমার ঘোষাল
এস আই মফিজউদ্দীন আহমেদ
এস আই হাকিম
এ এস আই রামনাথ মিত্র

২)বনগাঁও এস আই চৌধুরী আব্দুর রাজ্জাক
(ফরিদপুর ও যশোর) এস আই এম.এ মতিন
এস আই শামছুল আলম

৩)কৃষ্ণনগর এস আই এ.কে মকবুল আহমেদ
(পাবনা ও কুষ্টিয়া) এস আই মতিউর রহমান
এস এল সুশীল কুমার সরকার
এস আই মজিবুল হক
এস আই বিরেন্দ্রনাথ বিশ্বাস
এস আই আফজাল হোসেন
এস আই এ.কে. মুজিবুর রহমান
আর.এস আই আব্দুল মজিদ
এ এস আই হাতেম আলী

৪)মালদাহ এস আই সুভাষচন্দ্র মজুমদার
(রাজশাহী) পরিদর্শক মহিজউদ্দীন আহমেদ
এস আই ফিরোজ্জামান সরকার
এস আই রাকেন্দ্রনাথ লোভাল সামাদ্দার
৫)বালুরঘাট এস আই গোলাম মোস্তফা
(দিনাজপুর ও বগুড়া) এস আই এ. কুদ্দুস
এস আই ওবায়দুল হক
এস আই কাজী গোলাম মাহবুব
এস আই বজলুর রহমান
এস আই শফিকুল ইসলাম
এস আই ফানি ভূষণ বড়ুয়া
এস আই আকরাম আলী

এস আই মোঃ ফকরুল মন্ডল।
এস আই শওকত আলী
এস আই আফজাল হোসেন
এস আই আতাউর রহমান
এ এস আই আশ্বিন কুমার সিংহ
এ এস আই এ.মজিদ
এ এস আই শাফিউদ্দীন আহমেদ
এ এস আই মেহের উদ্দীন

৬ কুচবিহা্র এস আই এ কে এম ফাজলুল হক বাসনিয়া
(রংপুর) এস আই আতাউর রহমান
এস আই রামেন্দ্র চন্দ্র খান
এস আই মোঃ নুরুল আলম
এস আই মকবুল হোসেন মিয়া
এস আই শামসুল মুন্সী
এস আই আব্দুল কাইয়ুম
এ এস আই বিভূতিভূষণ সরকার
এ এস আই এস এম রজব আলী
ইন্সপেক্টর,প্রিয়নাথ বর্মন
৭ তুরা সার্জেন্ট মাসুদুর রহমান
(ময়মনসিংহ এবং টাংগাইল)
(ময়মনসিংহ এবং টাংগাইল)
এ আর এস আই আহমেদ আলী আকন্দ
এস আই নুরুল ইসলাম চৌধুরী
এ আর এস আই রিয়াজউদ্দীন আহমেদ
এস আই শাইখ আব্দুর রহমান
এস আই নারায়ন চন্দ্র শর্মা
এস আই রুস্তম আলী
এস আই সহেন্দু বিকাশ চৌধুরী

৮ ডাউকি ইন্সপেক্টার এ কে এম মাহবুবুর রহমান
(সদর এবং সিলেটের সাব ডিভিশন সুনামগঞ্জ) এস আই শামসুর রহমান
৯ ধর্মনগর (সিলেটের মৌলভীবাজার ) এস আই মনীন্দ্র চন্দ্র গোপ
এস আই দেওয়ান হাফিজউদ্দীন
এ এস আই গোলাম তোহা