২৪ আষাঢ়, ১৩৭৮ শক্রবার, ৯ জুলাই ১৯৭১
-মিঃ এন্ড্রু ব্রুইন, কানাডীয় প্রতিনিধি দলের নেতা বলেছেন, বাংলাদেশ বিষয়টি জাতিসংঘ উত্থাপনের জন্য তিনি কানাডীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-ইসলামাবাদ থেকে ঘোষণা করা হলে, ডঃ হেনরি কিসিঞ্জার পাকস্থলীর পীড়ায় আক্রান্ত হওয়ার নথিয়া গলিতে বিশ্রাম নিচ্ছেন। এপিপি খবরে প্রকাশ, ইয়াহিয়া খানের উপদেষ্টা এম এম আহমেদ ও পররাষ্ট্র সচিব সুলতান মোহম্মদ খান মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডঃ হেনরী কিসিঞ্জার সাথে ৬২ মিনিট স্থায়ী বৈঠকে মিলি হন। (দৈঃ পাঃ) সংবাদে আরো বলা হয়, ভারতে যেসব পাকিস্তানী উদ্বাস্তু রয়েছে তাঁদের প্রত্যাবর্তন ও পুনর্বাসনের ব্যবস্থা জন্য পাকিস্তান সরকার নিজে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে যে পদক্ষেপ নিয়েছেন বৈঠকে তারা সে বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। পাকিস্তানের সেনা বাহিনী পূর্ব পাকিস্তান থেকে দুস্কৃতকারী, বিদ্রোহী ও রাষ্ট্রদ্রোহিদের নির্মূল করার পর ক্রমে ক্রমে সেখানকার অর্থনৈতিক জীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে।
-নেজামে ইসলামের যুগ্ম সম্পাদক মওলানা আব্দুল মতিন ও দলের পার্লামেন্টারী বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুরুল আহসান এক যুক্ত বিবৃতিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সাথে কোন রকম আপোস হতে পারে না। পাকিস্তান স্থায়ী হওয়ার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। তারা আশা প্রকাশ করেন, পাকিস্তানের অখণ্ডতা রক্ষার।
জন্য যথাবিহিত ব্যবস্থা নেয়া হবে। তারা এ উদ্দেশে গৃহীত প্রেসিডেন্টের পদক্ষেপকে স্বাগত জানিয়ে তার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
-ডঃ হেনরি কিসিঞ্জার উপ-প্রধান সামরিক আইন প্রশাসক ও পাকিস্তান সেনাবাহিনীর চীফ অব ষ্টাফ জেনারেল পিকিং যাত্রা করেন। উল্লেখ্য, ডঃ হেনরী কিসিঞ্জার এ সময়ে গোপনে পাকিস্তান বিমানের সহায়তায় চীন সফর করছিলেন। মার্কিন-চীন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এ সফর এক যুগান্তকারী পদক্ষেপ।
-বাংলাদেশ সহায়ক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি রবীন্দ্র সদনে আয়জিত (৩ ও ৪ জুলাই) প্রথম দিনে বাংলাদেশের শিল্পীগোণ সঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত গীতি ও লোক সংগীত আসরে বিশেষ স্থান পায়। ‘রূপান্তরে’ গান শিরোনামে ১৯৪৭ থেকে ১৯৭১ উদ্দীপক গানের আলেখ্য পরিবেশিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে ডঃ সানজিদা খাতুন ও ওয়াহিদুল হক। বত্রিশ জন কন্ঠশিল্পী এই অনুষ্ঠানে যোগ দেন; যন্ত্র সংগীতে ছিলেন দশজন’। সভানেত্রী ছিলেন সুচিত্রা মিত্র। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিশন প্রধান জনাব হোসেন আলী। (১৪ খৃঃ পৃঃ ৮৫১)
-মিশরের আধা সরকারী পত্রিকা ‘ আল আহরাম’ আজ এক নিবন্ধে চীফ এডিটর মিঃ হাইকল পূর্ব বাংলায় পাকসেনা কর্তৃক গণহত্যার আরব দুনিয়ার নিরুদ্বেগ ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন রাখেন, ‘ How could it be said our silence was in courtesy to Pakistan when UAR’S value and influence in all of Asia is an issue of principle? If we said the ‘Asian’ Principle was no concern to us, then Asia would have the right to say the ‘Arab Principle did concern her.” উল্লেখ্য নিবন্ধটির শিরোনাম ছিল “Towards a new Arab Strategy”
Reference:
একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী