You dont have javascript enabled! Please enable it! 1971.10.26 | প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োজিত কয়েকজন কর্মকর্তার তালিকা | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োজিত কয়েকজন কর্মকর্তার তালিকা বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৬শে অক্টোবর, ১৯৭১

 
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়

নং.- এ-০০২/১০৮ (৩) তারিখ- ২৬শে অক্টোবর, ১৯৭১।
প্রতিঃউপ সচিব,
সাধারণ প্রশাসনিক বিভাগ
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার

এতদ্বসাথে সংযুক্ত সেইসব কর্মকর্তাদের তালিকা যারা এই মন্ত্রণালয় হতে প্রতিরক্ষা সচিব দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তা দেখার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

এটা আপনার মেমো নং.- গ/১৫৭৩ (১৬) তারিখ- ০৭.১০.৭১ এর প্রত্যুত্তরঃ
ক্রমিক নং.কর্মকর্তাদের নাম ও পদবিতথ্যসূত্র

১.জনাব বি. হোসেন, উপদেষ্টা এ-০০২/৫(১২)
২.জনাব নজরুল ইসলাম, স্টাফ অফিসার -অনুরূপ-
৩.জনাব আল-মুজাহিদি, -অনুরূপ- -অনুরূপ-তারিখ ০২.০৯.৭১
৪.জনাব জাহিদ হোসেন, -অনুরূপ- এ-০০২/৪৮(৫)-তারিখ ০২.১০.৭১
৫.জনাব আল-মাহমুদ, -অনুরূপ- এ-০০২/৫২(৫)-তারিখ ০২.১০.৭১
৬.জনাব এস. আর. এ. হারুন, প্রশাসনিক কর্মকর্তা এ-০০২/১০০(৬)-তারিখ ০২.১০.৭১

সচিব,
প্রতিরক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নং.- ইউ. ও. নং.- ১১৬, তারিখ- ২৮শে অক্টোবর, ১৯৭১।

প্রতিঃউপ সচিব,
সাধারণ প্রশাসনিক বিভাগ।
বিষয়ঃ মুজিবনগর বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারীদের বিবরণসমূহ।

তথ্যসূত্রঃ- আপনার দেয়া মেমো নং.- গ/১৭০০ (১৬), তারিখ- ২৩.১০.৭১

এতদ্বসাথে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা ও কর্মচারীদের বিবরণসমূহের কাঙ্খিত তালিকা সংযুক্ত করা হলো।
সংযুক্তিঃ- ২ (দ্বিতীয়)

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে