শিরোনাম | সূত্র | তারিখ |
তথ্য সচিব হিসাবে আনওয়ারুল হক খানের নিয়োগ বিজ্ঞপ্তি | বাংলাদেশ সরকার, কেবিনেট বিভাগ | ৭ অক্টোবর, ১৯৭১ |
৭ই অক্টোবর, ১৯৭১ এ
অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকের
কার্যবিবরণী এবং সিদ্ধান্তের উদ্ধৃতাংশ
ক)** যেহেতু এটা অনুধাবন করা হয়েছিল যে প্রতিরক্ষা সচিব ইতমধ্যেই নিজের কাজ নিয়েই অনেক ব্যস্ত আছেন, আর তাই নিজের কাজের সাথে তিনি সম্প্রচার মন্ত্রনালয়ের দিকে মননিবেশ করতে পারছেন না। তাই এখনকার জন্য অর্থ ও বানিজ্য মন্ত্রনালয়ের একজন স্পেশাল ডিউটি কে সম্প্রচার মন্ত্রনালয়ের সেক্রেটারি ইন চার্জ নিযুক্ত করা হবে। অর্থমন্ত্রী এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেন এবং মোঃ এ এইচ খান কে এই কাজের জন্য তাৎক্ষনিকভাবে নিয়োগ করতে রাজি হলেন।
Sd/
ভারপ্রাপ্ত সভাপতি
সচিবালয়.
গোপনীয়।
মেমো নং….(৪) তারিখঃ ৭/১০/১৯৭১
হস্তান্তর করা হল:
১/ সচিব, GA Department.
২/ সচিব, প্রতিরক্ষা বিভাগ
৩/ প্রধানমন্ত্রীর পিএস.
৪/ অর্থমন্ত্রীর পিএস
(এইচটি ইমাম).
মন্ত্রিপরিষদ সচিব
২৫/১০/১৯৭১