শিরোনাম | সূত্র | তারিখ |
স্বাস্থ্য বিভাগে একটি নিয়োগ সম্পর্কে স্বাস্থ্য সচিবের বিজ্ঞপ্তি | বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ও জনকল্যান বিভাগ | ৪ অক্টোবর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
মুজিবনগর
নিয়োগ
তারিখঃ ৪ অক্টোবর, ১৯৭১
নং এইচ.এস/৩৪এস
ড. আহমেদ আলি, যিনি বর্তমানে সহকারী সাধারণ পরিচালক (প্রশাসন), জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত, তাকে সহকারী সম্পাদক, জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ পদে তাৎক্ষণিক নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি মাসিক ৫০০ রুপি (পাঁচশত রুপি মাত্র) বেতন প্রাপ্ত হবেন।
এই নিয়োগ জনসেবার স্বার্থে প্রধাণমন্ত্রীর অনুমোদনক্রমে দেওয়া হয়েছে।
Sd/- Dr. T. Hossain
সচিব
জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়
স্মারক নং- এইচ.এস/৩৪৫(১৮) তারিখঃ ৪ অক্টোবর, ১৯৭১
অনুলিপিঃ
১। ড. এ. আলি, সহকারী সচিব, জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় বিভাগ
২। কলকাতা বাংলাদেশ মিশনের প্রধাণ
৩। সচিব, জনপ্রশাসণ বিভাগ
৪। সচিব, অর্থ বিভাগ
৫। সচিব, পররাষ্ট্র বিভাগ
৬। সচিব, প্রতিরক্ষা বিভাগ
৭। সচিব, মন্ত্রীপরিষদ বিভাগ
৮। সচিব, স্বরাষ্ট্র বিভাগ
৯। প্রধাণ প্রকৌশলী
১০। ত্রাণ কমিশনার
১১। পরিচালক, এইচ. কিউ. ইয়ুথ ক্যাম্প
১২। আইন ও সংসদ বিষয়ক বিষেশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
১৩। রাষ্ট্রপতির একান্ত সচিব
১৪। প্রধাণমন্ত্রীর একান্ত সচিব
১৫। অর্থমন্ত্রীর একান্ত সচিব
১৬। পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব
১৭। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব
১৮। এ. ডি. সি. থেকে সি-ইন-সি
(DR. T. HOSSAIN)
সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়