শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের অংশবিশেষ | বাংলাদেশ সরকার , কেবিনেট বিভাগ | ১ অক্টোবর, ১৯৭১ |
মন্ত্রী পরিষদ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অংশবিশেষ
১ অক্টোবর, ১৯৭১
বিষয়সূচি ৫: বিবিধ
খ. আগামী ৭ অক্টোবর, ১৯৭১ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এম্বুলেন্সের ব্যবস্থা চূড়ান্ত করা হবে মর্মে মন্ত্রীপরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদি উল্লিখিত তারিখের মধ্যে বন্ধুত্বপূর্ণ উৎস থেকে এম্বুলেন্সের ব্যবস্থা করা সম্ভব না হয়, তবে তুরা, শিলঙ ও আগরতলা সেক্টরের জন্য বাংলাদেশ সরকার নিজস্ব উৎস হতে এম্বুলেন্সের ব্যবস্থা করবে।
———— ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
স্মারক নং- ১৯৮(২) ক্যাবি. তারিখঃ ৫ অক্টোবর, ১৯৭১
অনুলিপিঃ অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপিঃ প্রেরণ করা হল।
১/ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়,
২/ সচিব, স্বাস্থ্য ও মানব কল্যাণ মন্ত্রণালয়
(এইচ. টি. ইমাম)
মন্ত্রিপরিষদ সচিব
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার