শিরোনাম | সূত্র | তারিখ |
পুলিশ বাহিনীর ইউনিফর্ম নির্বাচন সংক্রান্ত একটি সরকারী চিঠি | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রনালয় | ২৭ নভেম্বর, ১৯৭১ |
গোপনিয়
অতি জরুরি
পুলিশের ইন্সপেক্টর জেনারেলের দপ্তর থেকে
গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার
মুজিবনগর
মেমো নং——–তা: ২৭/১১/৭১
প্রতি, সচিব,
প্রতিরক্ষা মন্ত্রনালয়,
গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার,
মুজিবনগর
বিষয়: পুলিশ সদস্যদের জন্য পোষাক
নির্বাচন অক্টো:৩০, ১৯৭১ এর একটি মন্ত্রি পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় যে , সি-ইন-সি, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সচিব, চিত্রকলা ও নকশা পরিচালকের সমন্বয়ে গঠিত কমিটি, মন্ত্রি পরিষদের নিকট বিভিন্ন পেশায় নিয়োজিতদের পোষাক ও পরিবহনকৃত ব্যাগ ইত্যাদির নকশা ও রঙ সম্প্রর্কে সুপারিশ করবে। স্বাধীনতা চলমান বাংলাদেশের দ্রুত উন্নতির ক্ষেত্রে, স্বাধীনতা প্রাপ্ত অঞ্চল সমূহে বেসামরিক প্রশাসন স্থাপনের ব্যাপারটি জরুরি মনযোগ পাওয়ার দাবি রাখে। বস্তুত: বাংলাদেশের কিছু অংশে ইতিমধ্যেই বেসামরিক প্রশাসন স্থাপন করা হয়েছে। এই প্রেক্ষাপটে এস. আই পদমর্যাদা পর্যন্ত পুলিশের লোকদের জন্য বিনামূল্যে পোষাক সরবরাহ অতি জরুরি প্রয়োজনিয় হয়ে পড়েছে। কিন্তু আমরা এখনোও পোষাক কিংবা অন্যান্য জিনিস নির্বাচন করতে পারিনি। পুলিশের পোষাক নির্বাচনের ক্ষেত্রে নতুন করে জোর দেয়া অপ্রয়োজনিয়। পোষাক নির্বাচন এবং ঠিকাদারদের মাধ্যমে এর আসাদন ইত্যাদি অতি জরুরি ভিত্তিতে প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে আমি পরিষদদের একটি সভার অনুরোধ জানাচ্ছি এবং যত শিঘ্র সম্ভব পোষাক, ব্যাজ ইত্যাদির নির্বাচন চূড়ান্ত করণের।
(এ. খালেক)
পুলিশের ইন্সপেক্টর জেনারেল
বাংলাদেশ