You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | জেনারেল কাউন্সিল এবং সেক্টরে সুষ্ঠু অর্থনৈতিক লেনদেন সম্পর্কে প্রতিরক্ষা সচিবের একটি নোট | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
জেনারেল কাউন্সিল এবং সেক্টরে সুষ্ঠু অর্থনৈতিক লেনদেন সম্পর্কে প্রতিরক্ষা সচিবের একটি নোট বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৫ নভেম্বর, ১৯৭১

 
নোট

নর্থ জোনাল কাউওন্সিলের চেয়ারম্যান সম্প্রতি আমার সাথে সাক্ষাত করেন এবং রাওমারিতে একাই এটি শুরু করেন — সেক্টর ট্রিপস এবং গেরিলাদের খাদ্য এবং পরিবহন বাবদ স্থানিয় তহবিল হতে ২লক্ষ টাকার অধিক ব্যায় করা হয়েছে, অন্যান্য আরো সাব- সেক্টর থেকে এই ধরণের আরো কিছু ক্ষেত্রে রিপোর্ট কিরা হয়েছে। এতে প্রতিয়মান হয় যে, সেক্টর, সাব-সেক্টর কমান্ডারড়া নিম্নলিখিত কারণসমুহে এই সাহায্য গ্রহণ করেন:
এ/ রেশন সরবরাহে ঘাটতি ও বিতরণে দেরি
বি/ যেখানে স্বাভাবিক পরিবহন খরচা আনায়ন ও অপারেশন খরচ এর জন্য যথেষ্ট নয়
সি/ প্লেট ডেকচি জুতা ইত্যাদি অপরিহার্য কেনাকাটা করতে যেহেতু প্রয়োজনগুলো খুবই প্রকৃত,

প্রতি সেক্টর কমান্ডারকে আমরা থোক পরিমান টাকা, যেমন : ৫০,০০০রুপি বরাদ্দ বিবেচনা করতে পারি, বর্ননাকৃত সমস্যাগুলির মত জরুরি প্রয়োজন মেটানোর জন্য। আমি সি-ইন-সি কে অনুরোধ করবো, দয়া করে এই ব্যাপারে তার মতামত দিতে। আমি অর্থ মন্ত্রনালয়কেও এই ব্যাপারটি দেখতে বলবো।
(এ.সামাদ )
প্রতিরক্ষা সচিব
…………………………….