শিরোনাম | সূত্র | তারিখ |
জেনারেল কাউন্সিল এবং সেক্টরে সুষ্ঠু অর্থনৈতিক লেনদেন সম্পর্কে প্রতিরক্ষা সচিবের একটি নোট | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় | ২৫ নভেম্বর, ১৯৭১ |
নোট
নর্থ জোনাল কাউওন্সিলের চেয়ারম্যান সম্প্রতি আমার সাথে সাক্ষাত করেন এবং রাওমারিতে একাই এটি শুরু করেন — সেক্টর ট্রিপস এবং গেরিলাদের খাদ্য এবং পরিবহন বাবদ স্থানিয় তহবিল হতে ২লক্ষ টাকার অধিক ব্যায় করা হয়েছে, অন্যান্য আরো সাব- সেক্টর থেকে এই ধরণের আরো কিছু ক্ষেত্রে রিপোর্ট কিরা হয়েছে। এতে প্রতিয়মান হয় যে, সেক্টর, সাব-সেক্টর কমান্ডারড়া নিম্নলিখিত কারণসমুহে এই সাহায্য গ্রহণ করেন:
এ/ রেশন সরবরাহে ঘাটতি ও বিতরণে দেরি
বি/ যেখানে স্বাভাবিক পরিবহন খরচা আনায়ন ও অপারেশন খরচ এর জন্য যথেষ্ট নয়
সি/ প্লেট ডেকচি জুতা ইত্যাদি অপরিহার্য কেনাকাটা করতে যেহেতু প্রয়োজনগুলো খুবই প্রকৃত,
প্রতি সেক্টর কমান্ডারকে আমরা থোক পরিমান টাকা, যেমন : ৫০,০০০রুপি বরাদ্দ বিবেচনা করতে পারি, বর্ননাকৃত সমস্যাগুলির মত জরুরি প্রয়োজন মেটানোর জন্য। আমি সি-ইন-সি কে অনুরোধ করবো, দয়া করে এই ব্যাপারে তার মতামত দিতে। আমি অর্থ মন্ত্রনালয়কেও এই ব্যাপারটি দেখতে বলবো।
(এ.সামাদ )
প্রতিরক্ষা সচিব
…………………………….