শিরোনাম | সূত্র | তারিখ |
মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার ব্যাপারে আন্তঃবিভাগীয় সচিবদের নিয়ে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্তের বিজ্ঞপ্তি | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | ১৪ নভেম্বর, ১৯৭১ |
গোপনিয়
অতি জরুরি
২২নভেম্বর ১৯৭১ এ মন্ত্রি পরিষদের সভায়, সচিবগনের সমন্বয়ে একটি সাব কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়, যেখানে সদ্য স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন তৈরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করা হবে এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিস্তারিত প্রতিবেদন সরকারের নিকট জমা দিতে হবে। জনাব এ.ফাতেহ, সাব কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। সাময়িকভাবে যারা সদস্য হিসেবে থাকবেন
১/প্রতিরক্ষা সচিব
২/স্বরাষ্ট্র সচিব
৩/ অর্থ সচিব
৪/মন্ত্রি পরিষদ সচিব
৫/ সাধারণ পরিষদ সচিব
প্রধান নির্দেশনা দানকারি, পরিকল্পনা এবং অন্যান্য কার্যক্রম (সমস্যার সাথে স্মপৃক্ত) এ সাব কমিটির কার্যপ্রাণালির আওতাভূক্ত থাকবে।
সদস্যদের সুবিধাজনক সময় বিবেচনাপূর্বক। প্রতিরক্ষা মন্ত্রনালয় কতৃক বিকেল ৪টায় সাব কমিটির সভা ধার্য করা হলো। মন্ত্রি পরিষধ সভার আলোচ্য বিষয় হতে প্রাসঙ্গিক সংকলনগুলো পরবর্তিতে প্রকাশ করা হবে।
U. G. No— /cab
তারিখ : ২৪/১১/৭১
জনাব এ.ফাতেহ
C/O বাংলাদেশ মিশন
স্বাক্ষর- এইচ.টি ঈমাম
সচিব