You dont have javascript enabled! Please enable it! 1971.11.24 | মুক্তাঞ্চলসমূহের বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্তঃবিভাগীয় সচিবদের কাছে স্বরাষ্ট্র সচিবের চিঠি | বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
মুক্তাঞ্চলসমূহের বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্তঃবিভাগীয় সচিবদের কাছে স্বরাষ্ট্র সচিবের চিঠি বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৪ নভেম্বর, ১৯৭১

 
মেমো নং HD/9/399(10) তারিখ ২৪/১১/৭১
সূত্র : মেমো নং -HD /9/365/ তারিখ ১৩/১১/৭১

বাংলাদেশের মুক্ত এলাকা সমূহে, জেলা ও মহকুমা স্তরে বেসামরিক প্রশাসনিক যন্ত্রপাতি স্থাপনের জন্য এটা প্রয়োজনিয় বলে মনে করা হয় যে, সহকারি কমিশনার, জেলা বিচারক, ত্রাণ এবং পূনর্বাসন কর্মকর্তা, আনসার এ্যাডজুটেন্ট, ডাক ও টেলি যোগাযোগ কর্মকর্তা এবং উপ বিভাগিয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নুন্যতম মানসম্পন্ন দায়িত্ব বহন করতে হবে। যেখানেই সম্ভব এসব অত্যাবশ্যক বিভাগে থানা পর্যায়ের কর্মকর্তাদের কথা ভাবা যায়। এই প্রেক্ষাপটে শ্রেণী বিবেচনায় সেইসব কর্মকর্তাদের একটি পরিসংখ্যান করা প্রয়োজন, যারা বাংলাদেশ সরকারের প্রতি অপরিশোধিত আনুগত্য প্রদর্শন করেছে। যেহেতু মুক্তিযুদ্ধের অগ্রগতি খুব দ্রুত হচ্ছে, তাই বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নামকরণ সহ বিশদ কর্মে কালক্ষেপন না করলে, খুব সংক্ষিপ্ত নোটিশে কর্মকর্তাদের সং শ্লিষ্ট পদের দায়িত্ব গ্রহন কিরতে বলা সম্ভব হয়। সুতরাং যত দ্রুত সম্ভব, সংহতি সাপেক্ষে পরিকল্পনা বাস্তবায়নের অনুরোধ করা হচ্ছে।

(এ.খালেক )
সচিব,
স্বরাষ্ট্র মন্ত্রনালয়

সচিব/জি. এ ডিপার্টমেন্ট অনুলিপি প্রেরণ করা হচ্ছে বরাবর, সচিব অর্থ মন্ত্রনালয় মন্ত্রিসভা বিভাগ স্বাস্থ্য প্রতিরক্ষা বৈদেশিক সম্পর্ক ব্যবসা ও বাণিজ্য প্রধান তথ্য ও সম্প্রচার প্রধান প্রকৌশলি পরিকল্পনা সেল প্রধান (এ. খালেক) সচিব, স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়