শিরোনাম | সূত্র | তারিখ |
চিকিৎসা ব্যবস্থা ও ঔষধ সরবরাহ সম্পর্কে স্বাস্থ্য দফতরের কতিপয় চিঠি | বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রনালয় | ১৫ নভেম্বর, ১৯৭১ |
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর
মুজিবনগর
মেমো নং. HS/455(l)/5 তারিখঃ ১৫.১১.৭১
হতে,
ডা. টি. হোসেন
MS, FRCS. Secretary,
স্বাস্থ্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর
মুজিবনগর
প্রতি,
কর্নেল লুথরা
ADDL. সেক্রেটারি
ভাতর সরকার
কোলকাতা
জনাব কর্নেল লুথারা,
Re: স্বাধীন টাঙ্গাইল অঞ্চল
আপনি জেনে খুসি হবেন যে টাঙ্গাইলের অধিকাংশ জেলা স্বাধীন হয়ে গেছে, স্বাধীন আঞ্চলের জনসংখ্যা ১৮ লাখের কাছাকাছি । তাদের কোন ঔষধ নেই।
আপনার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ২৫০০০ লোকের জন্য একটি ডিসপেনসারি বাবদ ঔষুধ মুক্তিবাহিনির সাহায্যে টুরা থেকে গুয়াহাটি হয়ে টাঙ্গাইলে পাঠাতে পারলে কল্যান হয়।
উপহারগুলো জনগনের মনোবলকে উদ্দিপনা জোগাবে ।
আন্তরিক শুভেচ্ছায়
আপনার একান্ত
(ডা.টি. হোসেন)
প্রতিলিপি
১. প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর
মুজিবনগর
মেমো নং তারিখঃ ২২.১১.৭১
বরাবর
দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার
সেক্টর ৯
অবিলম্বে সরকারি আদেশ অনু্যায়ী এই চিটির সাথে সংযুক্ত বায়োডাটাটি পূরন করতে এবং এই অফিসে জমা দিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে
(ডা.টি.হোসেন)
সচিব
জাতীয় স্বাস্থ্য ও নিয়ন্ত্রন অধিদপ্তর
মেমো নং HS/an/1(4) তারিখঃ ২২.১১.৭১
প্রতিলিপিঃ (১) P.S to Prime Minister
(২) রাষ্ট্রপতি
(৩) কমান্ডার, সেক্টর ৯
(৪) অফিস কপি
(এন. হক)
সচিব
জাতীয় স্বাস্থ্য ও নিয়ন্ত্রন অধিদপ্তর
……………………………
গোপনীয়
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর
মুজিবনগর
মেমো নং HS/492 তারিখঃ ২৩ নভেম্বর ১৯৭১
হতে,
ডা.টি. হোসেন
H & W
প্রতি,
জনাব এ. সামাদ
সচিব
প্রতিরক্ষা
জনাব সামাদ,
Ref; Armed Forces Medical Supply and Medical Store.
আমার অফিস পরিবর্তন হওয়ার পর আপনি সশস্ত্র বাহিনীর ঔষুধ সরবরাহ প্রসঙ্গে আমার সাথে আর যোগাযোগ করেননি।
মেডিকেল স্টোরে কর্মরত আমার কর্মী আমাকে জানিয়েছে যে, আমার সাথে আলোচনা ব্যাতিত জনৈক ডা. শামসুল হককে আনীত হয়েছে এবং নিয়োগ দেয়া হয়েছে। এটাও জানিয়েছেন যে, উক্ত ডাক্তার এই বিভাগের ঔষধ সংগ্রহ এবং সরবরাহের দায়িত্বে থাকা স্পেশালি অফিসার কে স্টোর আর পরিচালনা করতে নিষেধ করেছেন।
আমি শুনে অবাক হয়েছিলাম যে, এটার সাথে পাটগ্রাম লালহোল এবং বাগদা এর মুক্তাঞ্চলের যেসব এলাকায় কলেরা মহামারী আকার ধারন করেছিল সেখানে ভারতীয় মেডিকেল ত্রান বিভাগ থেকে হাসপাতালের জন্য স্থান নির্বাচন প্রসঙ্গে আমি সুপারিস করবো, আপনার করনীয় আপনি আপনার বিভাগের সাহায্য দ্বারা এবং রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে করেন। আমার পক্ষে এমন সংকটপূর্ণ সময়ে কোনো দায়িত্ব নেয়া সম্ভব না। ঔষুধ সংরক্ষন করা হয়েছে। স্থানীয় প্রতিনিধিরা ঔষুধ সংগ্রহ করতে এসেছেন এবং তারা গত দুই দিন ধরে ঘুরছেন।
যেসব অমীমাংসিত সমস্যার আপনি আমি এবং C-In-C জড়িত, প্রধানমন্ত্রী দ্বারা, আপনাকে অনুরোধ করছি, স্পেশালি অফিসার দ্বারা ঔষুধগুলো স্থানীয় প্রতিনিধিদের কাছে বিলি করতে সাহায্য করুন।
আন্তরিক শুভেচ্ছান্তে
আপনার একান্ত
প্রতিলিপিঃ
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব
……………………………
অনুলিপি
হতে,
মেজর এম এ মঞ্জুর,
সেক্টর কমান্ডার
প্রতি,
ডা. টি. হোসেন
সচিব
জাতীয় স্বাস্থ্য ও নিয়ন্ত্রন অধিদপ্তর
মুজিবনগর
জনাব ডা. হোসেন
আপনি যে চেক ( ১৫,০০০/-) টি পাঠিয়েছেন তার জন্যে আপনাকে ধন্যবাদ । আমার দপ্তরে অর্থগুলো মেডিকেল সুবিদার জন্যে ব্যবহার করা হবে ।
……….শেষ পর্যন্ত কিছুটা নাই
এমন একটি হাসপাতাল স্থাপন করা খুব জরুরী, এবং কালক্ষেপণ না করেই এর জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুভেচ্ছান্তে।
বিনীত নিবেদক,
এসডি/-
এম.এ. মঞ্জুর
এটি প্রস্তাবিত এম.ডি.এস. কল্যাণীর সাথে সম্পর্কিত।
কল্যানীতে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণে কর্তৃপক্ষ নির্বাচন করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে।
(ড.টি.হোসাইন)
Secy., এইচ এন্ড ডব্লু
মেমো নং. এইচএস/৪৯৮, তারিখ ২৩.১১.৭১.
অনুলিপি প্রেরনঃ সচিব, প্রতিরক্ষা।