You dont have javascript enabled! Please enable it! 1971.09.18 | প্রধানমন্ত্রী কতৃক চারটি নতুন প্রশাসনিক জোন প্রতিষ্ঠার নির্দেশ | বাংলাদেশ সরকার, সাধারন প্রশাসন বিভাগ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
প্রধানমন্ত্রী কতৃক চারটি নতুন প্রশাসনিক জোন প্রতিষ্ঠার নির্দেশ বাংলাদেশ সরকার, সাধারন প্রশাসন বিভাগ ১৮ সেপ্টেম্বর, ১৯৭১

 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর সচিব
মুজিবনগর

অর্ডার

আঞ্চলিক পরিষদের কাজের সুষম সুবিধার্থে, অর্ডারটি নীত হয়েছে, জি. ও. নং গ/৮১০ (৩৪৫), তাং ২৭.৭.৭১, আংশিক পরিমার্জিত। পশ্চিম অঞ্চল এবং দক্ষিন-পশ্চিম অঞ্চল ভেঙে দিয়ে হেড কোয়ার্টার এবং আইনগত অধিকার সহ আরো দুইটি প্রশাসনিক অঞ্চল স্থাপন করা হবে যেমনটা নিচে উল্লেখিত :-

১. পশ্চিম অঞ্চল – ১ হেড কো. বালুরঘাট (ক) দিনাজপুর
(খ) বগুড়া
২. পশ্চিম অঞ্চল – ২ হেড কো. মাইদ আঃ (ক) রাজশাহী
৩. দক্ষিণ-পশ্চিম অঞ্চল – ১ হেড কো. কৃষ্ণনগর (ক) পাবনা
(খ) কুষ্টিয়া
৩. দক্ষিণ-পশ্চিম অঞ্চল – ২ হেড কো. বনগাঁ (ক) যশোর
(খ) ফরিদপুর

এই অর্ডার অনতিবিলম্বে কার্যকরভাবে বলবৎ হতে হবে।
স্বাক্ষর/- তাজউদ্দীন আহমেদ
প্রধানমন্ত্রী

স্মারকলিপি নং. গ/১৩৬৬ (৫০০), তাং ১৮ই সেপ্টেম্বর ১৯৭১

ডিস্ট্রিবিউশন : –
১. এম.এন.এ এবং এম.পি.এ (সকল):
২. বাংলাদেশ মিশন প্রধান, কলকাতা।
৩. সচিব (সকল):
৪. পুলিশের ইন্সপেক্টর জেনারেল:
৫. ত্রাণ কমিশনার:
৬. বিশেষ দায়িত্ব, আইন এবং সংসদীয় কার্যক্রমের অফিসার:
৭. আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা (সকল):
৮. প্রধান প্রকৌশলী:
৯. ব্যক্তিগত সচিব (সকল):
১০. এ.ডি.সি হতে কমন্ডার-ইন-চার্জ

(কে. আহমেদ)
ডেপুটি সচিব
প্রধান প্রশাসনিক বিভাগ