শিরোনাম | সূত্র | তারিখ |
প্রধানমন্ত্রীর একটি প্রাশসনিক নির্দেশ | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | ২১ শে অগাষ্ট, ১৯৭১ |
মেমো নং ৩১(৬) কেবিঃ অগাষ্ট ২১,১৯৭১
মন্ত্রি পরিষদ সচিবের ১৬ ও ১৭ তারিখের নোট দ্বয়ের (মেমো নং ২১ (৬) কেবিঃ, ১৬ ও ১৭ ই অগাষ্ট) পরিপেক্ষিতে প্রধানমন্ত্রীর আদেশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পূনরায় ব্যাক্ত করা হল।
সকল সচিবঃ
(এইচ টি ইমাম
মন্ত্রী পরিষদ সচিব)
প্রধানমন্ত্রী নির্দেশনামা
সংশ্লিষ্ট মন্ত্রীর দায়িত্ব থাকবে যেসব সমস্যা মন্ত্রী পরিষদ সচিবালয়ের সিদ্ধান্তের প্রয়োযন সেগুলি চিহ্নিত করা। কোন সমস্যা মন্ত্রী পরিষদ সচিবালয়ে আলোচিত হবে কেবলমাত্র তখনই যখন সংশিষ্ট মন্ত্রী তার বিবেচনা অনুযায়ী চেষ্টা করা সত্ত্বেও নীতি নির্ধারনী সিদ্ধান্তের প্রয়োযন অনুভূত হবে। তাই কোন বিষয় মন্ত্রী পরিষদ সচিবালয়ের উত্থাপনের জন্য সংশিষ্ট মন্ত্রীর অনুমোদন লাগবে। যে কোন ফাইল মন্ত্রী পরিষদে সমস্যা চিহ্নিত করনের জন্য পাঠানোর প্রবনতা পরিহার করতে হবে।
স্বাঃ তাঃ আহমেদ
১৬/৮/৭১
গোপনীয়ঃ অতি জরুরী
১৩/৮/১৯৭১
মন্ত্রী পরিষদের পরবর্তি বৈঠকের তারিখ ১৬/৮/৭১ এ নির্ধারন করা হল। সকলকে বৈঠকের কার্যবিবরনী ১৪ তারিখ সন্ধ্যার মধ্যে অনুগ্রহ পূর্বক জমা দেবার জন্য আহবান জানানো হল।
(এইচ টি ইমাম
মন্ত্রী পরিষদ সচিব)
নং ১৮(৬)-কেবিঃ তাঃ ১৩/৮/৭১
প্রতি, ১। সচিব, পররাষ্ট্র মন্ত্রনালয়।
২। সচিব, প্রতিরক্ষা মন্ত্রনালয়।
৩। সচিব, অর্থ মন্ত্রনালয়।
৪। সচিব, জি, এ।
৫। সচিব, স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
৬। সচিব, স্বাস্থ্য মন্ত্রনালয়।