৫ ভাদ্র, ১৩৭৮ রোববার, ২২ আগষ্ট ১৯৭১
এ দিনের ভারতের বাংলাদেশ নাগরিক সহায়ক সমিতির সাধারণ সম্পাদকের রিপোর্ট প্রকাশিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্পাদক বলেন, একটি দেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানানো সকলেরই নৈতিক ও মানবিক দায়িত্ব। এতে আরো বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে স্বপক্ষে প্রচার চালিয়ে তারা সভা, সমিতি, মিছিল ও অর্থ সংগ্রহ করেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ আছে তাদের।
-ভারতের কমিউনিষ্ট পার্টি (সিপিআই) এদিন শেখ মুজিবকে রক্ষার আবেদন জানায়। গতদিন তাদের জাতীয় পরিষদের সভায় গৃহঈত সিদ্ধান্ত বাংলাদেশকে স্বীকৃতি ও প্রয়োজনীয় সাহায্য দেয়াড় জন্যে বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়। আরো বলা হয় যে, আমেরিকা, চীন ও পাকিস্তানের যৌথ কার্যকলাপ উপমহাদেশে শান্তির প্রতি বিশেষ হুমকিস্বরূপ। ভারত-সোভিয়েত মৈত্রী প্রতিষ্ঠিত হারের প্রতি ইয়াহিয়ার যুদ্ধংদেহী মনোভাব প্রশমিত হয়ে পারে। (হিন্দুস্থান ষ্ট্যান্ডার্ড)
আমেরিকার প্রবাসী বাঙালীদে সংগঠন বাংলাদেশের লীগ অব আমেরিকা ভারতে আশ্রয় গ্রহণকারী ১ কোটি শরণার্থীদের সাহায্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিদের সংগঠন অ্যাকশন কমিটির কার্যালয় ১১ গোরিং ষ্ট্রিট থেকে এক চিঠিতে আজ দক্ষিণ পূর্ব ইংল্যান্ড অঞ্চলের পক্ষে কনভেশনের জন্যে প্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
এ দিনে বীর মুক্তিসেনাদের সাফাল্যঃ সোনাগাজিতে শত্রুবহরে আক্রমণ, মাইনের সাহায্যে তিনটি ট্যাঙ্ক, ২০ পাকসেনা, ৪০ রাজাকার হত্যা। নরসিংদী ঝিনারদিতে রেল লাইনের ব্যাপক ক্ষতিসাধন। এটিও মাইনে সাহয্যে করা হয়। মীরগঞ্জের বিত্তপিতে আক্রমণের ফলে সকল সেনার মৃত্যু ।
স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনের পাশাপাশি সাহসী বাঙালীরা প্রকাশ করেছে বেশ কিছু পত্র পত্রিকা। এর একটি নাম “মুক্তিযুদ্ধ”। এ পত্রিকার আজকের সংখ্যায়, চালনা, খুলনা, সাতক্ষীরায় মুক্তি বাহিনীর ব্যাপক আক্রমণ ও আক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতির কথা বিশদভাবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হয়।
এ দিনে পুখুরিয়া স্কুলে অবস্তানরত পাক সেনাদের ওপর আক্রমনঃ হত্যা ৪৫ সেনা, মৌলভীবাজারে মাইন হামলায় ট্রাকে অবস্থানকারী ৬ সেনা, বনগাঁও সাবসেক্টরে ৫, নোহাটায় ১ মেজর ১ ক্যাপ্টেন, দর্শনায় ১ অফিসারসহ ১১, কাশিপুরে ৫, অভয়নগর এলাকায় ১৫, রাজপুরে ২ পাকসেয়ান হত্যা করা হয়। আহত অর্ধশতাধিক। কুড়িগ্রাম লালমনিরহাটের মধ্যবর্তী সড়ক সেতু, বরবাড়ি সড়কের তিরনাই সেতু, নোয়াখালীতে ফেরী ধ্বংস ইত্যাদি ঘটেছে।
Reference:
একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী