পাক সরকারের উদ্দেশে সুদানের রাষ্ট্রপতি
খার্তুমে জাতীয় ঐক্য দিবস উপলক্ষে জনগণের উদ্দেশে এক ভাষণে সুদানের রাষ্ট্রপতি পাকিস্তানকে সংযত হতে, বিচার-বিবেচনা দেখাতে এবং রক্তপাত হতে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।
তাঁর ভাষণে তিনি বলেন, আমরা সুদানের বিপ্লবী জনগণ অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করে চলেছি বন্ধু ভাবাপন্ন পাকিস্তানের ঘটনাবলী, সেখানকার আপাতবিভেদ এবং ঐক্যহীনতা, যা পাকিস্তানের ঐক্যের প্রতি শুধু আঘাতই হানছে না, তার বর্তমান আর ভবিষ্যতকেও অনিশ্চিত করে দিচ্ছে। আমরা পাকিস্তান সরকারকে আহ্বান জানাচ্ছি সংযত হতে, বিচার-বিবেচনা দেখাতে এবং রক্তপাত থেকে দূরে সরে থাকতে। উন্নয়নশীল দেশগুলাের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য আমরা জাতিগুলাের মধ্যে চাই সংহতি ও ঐক্য। পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের দুঃখ-দুর্দশার জন্য তাদের আমরা সমবেদনা জানাই।
সূত্র: গণসংহতি
১৮ এপ্রিল, ১৯৭১